ড. মো: বজলুর রহমান
আমাদের ভাসানটেক সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল মোহন। ২৫তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের এই কর্মকর্তা সৃজনী জীবন গবেষণায় এবং বিভিন্ন বিষয়ে রচনা প্রকাশনায়, লেখালেখিতে ইতিমধ্যেই অনেকের দৃষ্টি কেড়েছেন। মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও বাংলাদেশ বিষয়ে গবেষণায় দেশ-বিদেশের আগ্রহী পাঠকদের মাঝে তাঁর রচনা যেমন মনোযোগ আকর্ষণ করেছে, তেমনি মনস্বী শিক্ষাবিদদের কাছেও পেয়েছেন উচ্ছ্বসিত প্রশংসা। ভাসানটেক সরকারী কলেজের মুজিববর্ষ পালন কমিটির আহ্বায়ক আবদুল্লাহ আল মোহনের ইতিমধ্যে মুজিববর্ষেই প্রকাশিত হয়েছে বঙ্গবন্ধু ও বাংলাদেশ সংক্রান্ত চারটি গবেষণামূলক গ্রন্থ। প্রকাশের অপেক্ষায় রয়েছে আরো কয়েকটি গ্রন্থ। বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি এবং আলোকিত ব্যক্তিত্বদের জীবন-কর্ম নিয়েও তিনি নিয়মিতভাবে দেশ-বিদেশের পত্র-পত্রিকাগুলোতে লিখে থাকেন।
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সম্মান বৃদ্ধিতে অনেকেই নিরব সাধনায় নিয়োজিত আছেন। কেউ নিমগ্ন আছেন শিল্প-সাহিত্যে, কেউবা আবার গবেষণা-অনুসন্ধান প্রক্রিয়ায়। আপন সৃজনী সুর্কীতির কারণে কেউ কেউ হয়েছেন আলোচিত, সুপরিচিত ও সম্মানিত। শিক্ষা ক্যাডার যাদের নিরলস সাধনা ও অবদানে গর্ব অনুভব করে বলে মনে করি, তাদের অন্যতম একটি নাম আমাদের প্রিয় সহকর্মী- আবদুল্লাহ আল মোহন। তিনি শুধু গবেষণার কাজেই নিরলস সাধনায় নিয়োজিত নন, সদা সচেষ্ট শিক্ষাকে শিক্ষার্থীর জন্য সৃজনশীল ও আনন্দময় করে তুলতে। আর তাই তিনি গবেষণা গ্রন্থ প্রণয়নের পাশাপাশি নিয়মিতভাবে দীর্ঘদিন ধরে পরিচালনা করে যাচ্ছেন আনন্দময় সহশিক্ষার সৃজনশীল আয়োজন ‘মঙ্গল আসর’ এবং ‘গড়ি ঘরে ঘরে পাঠাগার’ কর্মসূচি। উল্লেখ্য, ‘মঙ্গল আসর’ এর কর্মকাণ্ড নিয়ে যেমন বিভিন্ন পত্র-পত্রিকায় সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তেমনই সরকারের তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগেও তৈরি করা হয়েছে তথ্যচিত্র ‘মোহনের মঙ্গল আসর’।
শিক্ষা ক্যাডারের একজন নিবেদিত শিক্ষকের গবেষণায়, নিরলস সাধনায় সহযোগী হতে তাঁর গবেষণার ও রচনার মান অনুধাবনে নিজে যেমন পাঠ করতে পারেন, সেইসাথে প্রিয় শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠানের গ্রন্থাগারে সংগ্রহ করতে পারেন এবং মুজিববর্ষের নানা আয়োজন-প্রতিযোগিতায় পুরস্কার হিসেবে প্রদান করতে পারেন আমাদের প্রিয় সহকর্মী আবদুল্লাহ আল মোহনের নিম্নলিখিত গবেষণাগ্রন্থগুলি। প্রকাশিত চারটি বইয়ের তথ্যাবলি-
১. খোকা থেকে মুজিব : বঙ্গবন্ধু থেকে জাতির পিতা, প্রকাশক : অন্যধারা প্রকাশনী, মূল্য: ৩২০ টাকা।
২. সম্পর্কের সেতুবন্ধনে : বঙ্গবন্ধু ও শেখ হাসিনা, প্রকাশক : অন্যধারা প্রকাশনী, মূল্য : ৫০০ টাকা।
৩. বঙ্গবন্ধু ও বাঙালি জাতীয়তাবাদ, প্রকাশক: তাম্রলিপি প্রকাশনী, মূল্য: ২১০ টাকা।
৪. হাসু থেকে শেখ হাসিনা : জননেত্রী থেকে বিশ্বনেত্রী, প্রকাশক: অন্যধারা প্রকাশনী, মূল্য : ৮০০ টাকা।
উল্লেখ্য, রকমারি ডট কমের মাধ্যমেও বইগুলি সংগ্রহ করতে পারবেন।
ড. মো: বজলুর রহমান
সহযোগী অধ্যাপক, দর্শন বিভাগ
এবং
সম্পাদক, শিক্ষক পরিষদ
ভাসানটেক সরকারি কলেজ, ঢাকা