Monday, ডিসেম্বর ১১, ২০২৩
শিরোনাম
ডলি সায়ন্তনীকে নির্বাচনে চান পাবনার সংস্কৃতিকর্মীরাওনার্স পরিচয় দেন ডাক্তার, দিচ্ছেন সর্ব রোগের চিকিৎসাডলি সায়ন্তনীর প্রার্থীতা ফেরার অপেক্ষায় সুজানগর, আমিনপুরের মানুষঅবহেলা অব্যবস্থাপনায় অকার্যকর পাবনার সেচ উন্নয়ন প্রকল্প, বিপাকে কৃষকসাঁথিয়ায় ভোটার হালনাগাদকারীদের পাওনা দিতে গরিমসি করছেন নির্বাচন অফিসারআটঘরিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটকসাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে মন্দির নির্মাণ করার চেষ্টা ॥ জনমনে অসন্তোষসাঁথিয়ায় চলাচলের রাস্তায় বেড়া,অবরুদ্ধ ১৬ পরিবারআটঘরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনবেড়ায় পাট ক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার

রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইস্টের কাশিনাথপুর আরসিসি’র সেলাই মেশিন ও শীত বস্ত্র বিতরণ

শেয়ার করতে এখানে চাপ দিন

নিজস্ব প্রতিনিধি: রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইস্টের কাশিনাথপুর আরসিসি’র উদ্যোগে সেলাই মেশিন ও শীত বস্ত্র বিতরণ করা হয়। শুক্রবার (৮ জানুয়ারি) বিকেল ৩টায় কাশিনাথপুরের গোপালপুর গ্রামে মোট ১৩টি সেলাই মেশিন ও ৩০০ পিচ শীতবস্ত্র বিতরণ করা হয়।

Image may contain: 2 people, outdoor


কাশিনাথপুর ইউপি চেয়ারম্যান মীর মঞ্জুর এলাহীর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব ঢাকা নর্থ ইস্টের মনসুর আলম ও সেলিম সোলায়মান, এফএম আলমগীর হোসেন, আকতার জাহান, স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন শফিকুল আলম খান টিটুল ও সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান।

অতিথির বক্তব্যে মনসুর আলম বলেন, ১১৬ বছরের পুরোনো এই সংগঠনটি সারাদেশে সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে। আমরা বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ও শিক্ষা বিস্তারসহ মা-শিশু, অর্থনৈতিক উন্নয়নে কাজ করি। আমাদের ক্লাব আমাদের নিজেদের অর্থ দিয়ে সামর্থ্য অনুযায়ী জনসেবা করে যাচ্ছে।

অনুষ্ঠানটি সঞ্চালন করেন কাশিনাথপুরের কৃতিসন্তান রোটারিয়ান শাহিদুল ইসলাম।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর