Sunday, ডিসেম্বর ১০, ২০২৩
শিরোনাম
ডলি সায়ন্তনীকে নির্বাচনে চান পাবনার সংস্কৃতিকর্মীরাওনার্স পরিচয় দেন ডাক্তার, দিচ্ছেন সর্ব রোগের চিকিৎসাডলি সায়ন্তনীর প্রার্থীতা ফেরার অপেক্ষায় সুজানগর, আমিনপুরের মানুষঅবহেলা অব্যবস্থাপনায় অকার্যকর পাবনার সেচ উন্নয়ন প্রকল্প, বিপাকে কৃষকসাঁথিয়ায় ভোটার হালনাগাদকারীদের পাওনা দিতে গরিমসি করছেন নির্বাচন অফিসারআটঘরিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটকসাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে মন্দির নির্মাণ করার চেষ্টা ॥ জনমনে অসন্তোষসাঁথিয়ায় চলাচলের রাস্তায় বেড়া,অবরুদ্ধ ১৬ পরিবারআটঘরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনবেড়ায় পাট ক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার

দুই দশক পর চলতি মাসেই কাজিরহাট-আরিচা ফেরি চালু

শেয়ার করতে এখানে চাপ দিন

স্টাফ রিপোর্টার : অবশেষে সুখবর পাচ্ছেন পাবনাবাসী। প্রায় দুই দশকের অধিক সময় পর চলতি মাসের শেষেই চালু হতে যাচ্ছে বন্ধ হয়ে যাওয়া পাবনার কাজিরহাট-আরিচা নৌরুটে ফেরি চলাচল। দ্রুত গতিতে ঘাট মেরামতের কাজ চলছে। ফলে মাত্র দেড় ঘণ্টায় নদী পার হওয়ার আশায় আনন্দিত পাবনাসহ উত্তরাঞ্চলের সিংহভাগ মানুষ। ইতোমধ্যে নৌ রুটটি পরিদর্শন করেছেন সরকারের উচ্চ পর্যায়ের কমিটি। অল্প সময়ে ঢাকা যেতে পাবনা, নাটোরসহ উত্তরাঞ্চলের প্রায় ১০টি জেলার লাখ লাখ মানুষ প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে ট্রলারে চড়ে মানিকগঞ্জের আরিচা পারাপার হচ্ছে। তাদের মতে, বঙ্গবন্ধু সেতু হয়ে সড়ক পথে পৌঁছাতে যেখানে ৬-৭ ঘণ্টা সময় লাগে, নদী পথে সেখানে লাগে মাত্র ৩-৪ ঘণ্টা।
পাবনাসহ উত্তরাঞ্চলবাসীর এ ভোগান্তির কথা বিবেচনায় প্রায় ২০ বছর পর কাজিরহাট-আরিচা ফেরি রুটটি চালু করতে যাচ্ছে নৌ পরিবহন মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সরেজমিন পরিদর্শনে দেখা যায়, ১৪ কিলোমিটার দীর্ঘ পথটির দুই পাড়ের ঘাট তৈরির কাজ প্রায় শেষ। সরকারের এমন উদ্যোগে আশায় বুক বেঁধেছেন পাবনার যাত্রীরাও।
বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক জানান, ফেরিতে এ পথ পাড়ি দেয়া যাবে ১ থেকে দেড় ঘণ্টায়। চলতি মাসের ২০-২৫ তারিখের মধ্যেই রুটটি চালুর আশা তার। তিনি জানান, আপাতত ৪টি ফেরী চলাচল করবে। পদ্মা সেতু চালুর পরে এ সংখ্যা বেড়ে যাবে।
তবে যমুনা নদীতে ২০ থেকে ২৫টি চর ও প্রচ- নাব্য সংকট মোকাবেলা করে রুটটি সচল রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন সংশ্লিষ্টরা।
স্থানীয় মাশুন্দিয়া ভবানীপুর কেজেবি ডিগ্রি কলেজের কয়েক শিক্ষক গোলাম মাহবুব, সাইদুল ইসলাম ও মামুনুর রশিদ জানান, ফেরী চলাচল শুরু হলে ঢাকায় যেতে আমাদের সময় যেমন বাঁচবে, তেমনি অর্থের অপচয়ও কম হবে। তাদের মতে সকালে ঢাকায় গিয়ে অফিসের কাজ শেষে বিকেলের মধ্যে আবার ফিরে আসা সম্ভব হবে ফেরী চালু হলে।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর