সাঁথিয়া পাবনা প্রতিনিধি ঃ
সরকারি নির্দেশ অমান্য করার অপরাধে কিন্ডার গার্ডেন পরিচালনার অভিযোগে নন্দনপুর ইছামতী মডেল একাডেমি প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার(৮ ফেব্রুয়ারি ২০২২) সকালে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসএম জামাল আহমেদ এ আদালত পরিচালনা করেন।
সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের নন্দনপুর বাজরে সরকারের নির্দেশ অমান্য করে কিন্ডার গার্ডেন পরিচালনা করে আসছিল ইছামতী মডেল একাডেমি স্কুলের পরিচালক সালাউদ্দিন বাবু এর স্ত্রী মোছাঃ ফাতেমা খাতুনকে ২৬৯ ধারায় সরকারি নির্দেশ অমান্য করায় ১০ হাজার টাকা জরিমানা করেন।