তাইজুল ইসলাম সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি >>
পাবনার সাঁথিয়ায় আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে আটক করেছে থানা পুলিশ।
মাননীয় পুলিশ সুপার,জনাব মহিবুল ইসলাম খান”র সার্বিক দিকনির্দেশনায় জনাব, কল্লোল দক্ত, অতিরিক্ত পুলিশ সুপার বেড়া সার্কেল ও জনাব আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম অফিসার ইনচার্জ সাঁথিয়া থানা এর সার্বিক সহযোগিতায় কমল কুমার দেবনাথ ওসি তদন্ত সাঁথিয়া সংগীয় অফিসার ও ফোর্সসহ বগুড়া জেলার সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য সামাদ ২৮, ইউনুছ প্রাং ৩৪ ও শফিকুল ৪৭, কে গ্রেফতার করা হয়। এবং আসামীদের নিকট হইতে ১টি পিকাপ ট্রাক, ২ টি কাটার, ২ টি সিদকাটি,৩ টি মোবাইল ফোন জব্দ করা হয়।