সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ আসন্ন পাবনা সাঁথিয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে ঘিরে এখন সরগরম মাঠ-ঘাট ও চায়ের দোকান। আগামী ২৭ জুলাই পাবনা জেলায় সাঁথিয়া উপজেলার শুধু করমজা ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে সম্ভাব্য প্রার্থীরা রঙিন পোস্টার সাঁটিয়ে ভোটারসহ জনসাধারণকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন। তবে ভোটের মাঠে শুধু ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাদেরই বেশি দেখা যাচ্ছে। এখন পর্যন্ত জাতীয়বাদি দল বিএনপির কোন প্রার্থীর নাম শোনা যায়নি। চেয়ারম্যান পদে মনোনয়ন নৌকা প্রতিক পেতে তারা কেন্দ্রে দৌড়ঝাঁপ-লবিং শুরু করেছেন। ইতিমধ্যে সাঁথিয়া উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ১০ জন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন প্রত্যাশীদের আবেদন গ্রহণ করেছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, দেশের ৯ টি জেলার ১৯ টি ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনের চলতি মাসের ৬ই জুন তফসিল ঘোষণা করেন বাংলাদেশ নির্বাচন কমিশন। এতে পাবনা জেলার অবশিষ্ঠ সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়ন পরিষদ রয়েছে। ২৮ জুন রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ও ৩০ জুন মনোনয়নপত্র বাছাই, ৭ জুলাই প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ এবং ২৭ জুলাই ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহনের তারিখ নির্ধারন করেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে অনেকেই উপজেলা নির্বাচন কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানা গেছে।
দলীয় সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে যাহারা আওয়ামীলীগের দলীয় মনোনয়নপ্রত্যাশী তারা হলেন,(১) বর্তমান ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়া লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হোচেন আলী বাগচী। (২) ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আবু দাউদ (নান্নু)। (৩) বিশিষ্ঠ শিল্পপ্রতি আলহাজ্ব লায়ন আবুল কালাম আজাদ খাঁন। (৪) সাবেক সাঁথিয়া আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রফিকুল ইসলাম ভি.পি। (৫) সাঁথিয়া উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম (৬) সাঁথিয়া উপজেলা আ’লীগের সহ সভাপতি এস এম আলমগীর হোসেন। (৭) সাবেক সাঁথিয়া উপজেলা শাখার ছাত্রলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ মেহেদী হাসান। (৮) করমজা ইউপির সাবেক চেয়ারম্যান করমজা ইউনিয়ন আ’লীগের উপদেষ্টা আলহাজ্ব শামসুর রহমান। (৯) করমজা ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও ৮নং ইউপি সদস্য মুন্সি মোহাম্মদ আলী। (১০) ফিরোজ হোসেন।
সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুলাহ আল মাহমুদ দেলোয়ার পাবনা নিউজকে জানান, জেলা আওয়ামীলীগের নির্দেশ দলীয় মনোনয়ন প্রত্যাশীদের তালিকা সংগ্রহ করে কেন্দ্রে পাঠিয়ে দিয়েছি। দেশনেত্রী মাননীয় প্রধান মন্ত্রী যাচাই বাছাই করে নৌকা প্রতীক দিবেন। তবে যাকেই নৌকা দেবেন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করে নৌকাকে বিজয়ী করবো ইনশাআল্লাহ। তবে মনোনয়নের ক্ষেত্রে যারা দলের দুর্দিনে অবদান রেখেছেন, এমন ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হবে বলে তিনি জানান।