- তাইজুল ইসলাম স্টাফ রিপোর্টার -পাবনার সাঁথিয়া উপজেলার ১ নং নাগডেমড়া ইউপি চেয়ারম্যান ও সোনাতলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাফিজুর রহমান হাফিজের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে শনিবার (১৮ জুলাই) সকালে সোনাতলা বাজারে বিক্ষোভ মিছিল ও মানবন্ধন করেছে সোনাতলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি সোনাতলা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মুক্তি, মুক্তি, মুক্তি চাই, হাফিজ ভাইয়ের মুক্তি চাই, হাফিজ ভাইয়ের মিথ্যা মামলা প্রত্যাহার কর, করতে হবে বলে বিভিন্ন স্লোগান দেয়। পরে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এসে মানববন্ধন করে। ঘন্টাব্যাপী এ বিক্ষোভ ও মানববন্ধনে শিক্ষার্থীরা জানায়, তাদের সভাপতি হাফিজুর রহমান হাফিজকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।
আমরা জানি তিনি একজন ভাল মানুষ। এ জন্য বিদ্যালয়ের সকল সদস্য তাঁকে এবার সভাপতি করেছেন। অথচ তাঁকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। আমরা হাফিজ ভাইয়ের নিঃশর্ত মুক্তি চাই।
উল্লেখ্য গত ৪ জুন শনিবার রাত সাড়ে নয়টার দিকে সাঁথিয়া পৌরসভাধীন ছোট পুঠিপারা গ্রামের মহির উদ্দিনের ছেলে আব্দুল মতিন (৫০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে দূর্বৃত্তরা। এ ঘটনায় সাঁথিয়া থানা পুলিশ ৫ জুন রোববার দুপুরে নাগডেমড়া ইউপি চেয়ারম্যান হাফিজকে নিজ বাড়ি থেকে গ্রেপ্ততার করে জেল হাজতে প্রেরণ করে।