তাইজুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সাঁথিয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠিা বার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে কর্মসূচির মধ্যে ছিল বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, র্যালি ও কেককাটা।
জেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক তপন হায়দার সানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৮ পাবনা১ এর মাননীয় সংসদ সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির সভাপতি বীরমুক্তি আলহাজ্ব এ্যাড. শামসুল হক টুকু এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া উপজেলা আওয়ামী সভাপতি ও বেড়া পৌরসভার মেয়র আসিফ শামস রন্জন। সাঁথিয়া পৌরসভার মেয়র মাহবুবুল আলম বাচ্চু।
আরো উপস্থিত ছিলেন সাঁথিয়া পৌরসভার সাবেক সফল মেয়র মিরাজুল ইসলাম প্রামাণিক, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি রবিউল করিম হিরু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা সুলতানা শিলাসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাএলীগের নেতাকর্মী বৃন্দ।