Friday, ডিসেম্বর ৮, ২০২৩
শিরোনাম
ডলি সায়ন্তনীর প্রার্থীতা ফেরার অপেক্ষায় সুজানগর, আমিনপুরের মানুষঅবহেলা অব্যবস্থাপনায় অকার্যকর পাবনার সেচ উন্নয়ন প্রকল্প, বিপাকে কৃষকসাঁথিয়ায় ভোটার হালনাগাদকারীদের পাওনা দিতে গরিমসি করছেন নির্বাচন অফিসারআটঘরিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটকসাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে মন্দির নির্মাণ করার চেষ্টা ॥ জনমনে অসন্তোষসাঁথিয়ায় চলাচলের রাস্তায় বেড়া,অবরুদ্ধ ১৬ পরিবারআটঘরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনবেড়ায় পাট ক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধারবেড়ায় বালুবাহী ড্রাম ট্রাক চাপায় ঠিকাদার নিহতমহাসড়কের দুপাশের গাছ চালক-যাত্রীদের আতঙ্ক

মোয়াজ্জেমের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ,অর্ধেক আযান দিয়ে পালিয়েও গ্রেপ্তার

শেয়ার করতে এখানে চাপ দিন

ফজলে রাব্বি, নাটোর নলডাঙ্গাঃ মসজিদের মোয়াজ্জিনের বিরুদ্ধে অভিযোগ ছিল শিশু বলাৎকারের। পুলিশ ওই মোয়াজ্জেমকে ধরতে মসজিদের দিকে যাচ্ছিলেন। সেই সময় মসজিদে চলছিল আসরের আজান। ওই অবস্থায় কেউ তাকে খবরটি দেয় এদিকে পুলিশ আসছে। আজান অর্ধেক দেওয়ার পর বাঁকি অংশ শেষ না করেই পালিয়ে পাশের আখ ক্ষেতে আত্মগোপন করেন তিন।
শনিবার (২জুলাই) নলডাঙ্গা উপজেলার শাখাঁড়ীপাড়ার গ্রামে বিকেলে এমন ঘটনা ঘটে।

এরপর আখ ক্ষেত থেকে পাট ক্ষেত- এভাবে জায়গা পরিবর্তন করতে থাকেন ওই মোয়াজ্জেম। পরিস্থিতি আঁচ করতে পেরে বিপুল পরিমাণ পুলিশ স্থানীয়দের সঙ্গে নিয়ে চারদিক থেকে ঘিরে ফেলেন প্রায় ২০ বিঘা পাট ও আখ ক্ষেত। অবশেষে দীর্ঘ শ্বাসরুদ্ধ অভিযানে আটক হন ওই মোয়াজ্জেম। ঘটনাটি ঘটেছে নলডাঙ্গা উপজেলার শাখাঁড়ীপাড়া এলাকায়।

এ বিষয়টি নিশ্চিত করে নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, অভিযুক্ত ওই মোয়াজ্জেমের নাম আব্দুস সালাম। তিনি উপজেলার শাখাঁড়ীপাড়ার গ্রামের বাসিন্দা এবং শাখাঁড়ীপাড়া জামে মসজিদের মোয়াজ্জেম।
তিনি আরো জানান, বেশ কিছুদিন আগে ওই মোয়াজ্জেমের স্ত্রী মারা যায়। এরপর থেকে বাড়িতে একা থাকতেন তিনি।

তিনি একই গ্রামের প্রতিবেশীর ৫ বছর বয়সী শিশু ছেলেকে বেশ কয়েকদিন ধরে মোবাইলে গেম খেলার লোভ দেখিয়ে নিজ ঘরে বলৎকার করে আসছিল। শনিবার (২ জুলাই) সকালে ওই শিশু সন্তানকে আবারও বলৎকার করলে শিশুটি রক্তক্ষরণে অসুস্থ হয়ে পড়ে। পরে পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে অসুস্থ শিশুকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় থানায় অভিযোগ হলে বিকালে পুলিশ তাকে অভিযান চালিয়ে গ্রেফতার করে।

মামলার আইও এসআই মোশাররফ হোসেন জানান, ওই ঘটনায় ভুক্তভোগীর দাদী বাদী হয়ে মামলা করলে তাকে গ্রেপ্তার দেখানো হয়। রবিবার (৩ জুলাই) ওই আসামিকে কোর্টে চালান দেওয়া হয়েছে।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর