আরিফ খান: পাবনা বেড়া উপজেলার নগরবাড়ি পশু হাঁটে ইজারাদাররা ইচ্ছামতো অতিরিক্ত হাসিল আদায়ের দায়ে ভ্রাম্যমান আদালতে দশ হাজার টাকা জরিমানা আদায় করছেন উপজেলা প্রশাসন।
সোমবার(৪ জুলাই) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিজু তামান্না ভ্রাম্যমান আদালত গঠন করে হাঁটের ইজারাদারদেরকে জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, নগরবাড়ী ঘাট পশুহাটে হাসিল দেয়া নিয়ে হাঁটের ইজারাদারদের অনিয়ম পরিলক্ষিত হয়।হাটে গরুর জন্য ৫০০টাকা ও ছাগলএর জন্য ২০০ টাকা নির্ধারণ করা হলেও হাটের ইজারাদার সেই নিয়ম ভেঙ্গে ৮০০-১০০০টাকা নিচ্ছিলেন। এমন অভিযোগ সরেজমিনে গিয়ে সত্যতা পান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিজু তামান্না। এছাড়াও হাটে হাসিল আদায়-সংক্রান্ত কোনো নিয়মাবলি কিংবা তালিকা টাঙানো ছিল না। এতে ক্রেতা-বিক্রেতারা রয়েছিলেন অন্ধকারে। তাঁরা বেকায়দায় পড়ে অতিরিক্ত হাসিল দিতে বাধ্য হচ্চিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিজু তামান্না পাবনা নিউজকে জানান, ‘হাসিল আদায়-সংক্রান্ত নীতিমালা আছে। সেই অনুযায়ী, গরুপ্রতি ৫০০ ও ছাগলপ্রতি ২০০ টাকা হাসিল দেবেন শুধু ক্রেতা। বিক্রেতার কাছ থেকে কোনো হাসিল আদায় করা যাবে না। হাটগুলোতে এ-সংক্রান্ত নির্দেশাবলি টাঙানোর নির্দেশনা দেয়া হয়েছে। আসন্ন পবিত্র ইদুল আযহায় উপজেলার প্রতিটি পশু হাটে নজরদারি বাড়ানো হবে। জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে বলে তিনি জানান।