নিজস্ব প্রতিনিধিঃ পাবনা সাঁথিয়ার করমজায় হারুন-অর রশিদ ফাউন্ডেশনের উদ্যোগে মেডিকেল কলেজ ও বিশ্ব বিদ্যালয়ে ভর্তিকৃত মেধাবী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (১১ জুলাই) করমজা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বিকাল ৪ টায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
হারুন-অর রশিদ ফাউন্ডেশনের লক্ষ মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষকে সাহায্য প্রদান, মাদক বিরোধী প্রচারণা।
উক্ত অনুষ্ঠানে বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাঁথিয়া উপজেলা আ.লীগ, নাজিম উদ্দীন সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সচিব রেলপথ মন্ত্রণালয়, মোঃ সেলিম রেজা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল্লাহ্ আল মাহমুদ দেলোয়ার, বেড়া সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রাজ্জাক, বেড়া সরকারি ডিগ্রী কলেজের অধ্যাপক নাজমুল হুদা শেলী, সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস.এম আলমগীর, সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আঃ হাকিম, সাঁথিয়া উপজেলা যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম ভিপি, সাঁথিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান উকিল প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সেলিম রেজা বলেন, পৃথিবীতে নেতৃত্ব দিতে হলে মেধার কোন বিকল্প নেই। আজকের মেধাবী আগামীতে দেশের হাল ধরবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন মেধাবীদের আকৃষ্ট করার জন্য বঙ্গবন্ধু স্কলারশীপ থেকে শুরু করে বিভিন্ন ফাউন্ডেশন শুরু করেছেন। প্রত্যেকটা শিক্ষার্থীর সবচেয়ে বড় উৎপাদন হলো তার ক্যারিয়ার। কাজেই ক্যারিয়ারের দিকে লক্ষ রাখতে হবে। স্বপ্ন দেখলে তা বাস্তবায়ন করতে হবে।