তাইজুল ইসলাম স্টাফ রিপোর্টার: পাবনার সাঁথিয়া উপজেলার বিঞ্চপুর নামক স্থানে রাজশাহী গামী ঢালারচর এক্সপ্রেসের ধাক্কায় নিলুফা বেগম (৫২) নামে এক নারী নিহত হয়েছে।
নিলুফা বেগম দুই সন্তানের জননী। তিনি পাবনার সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মোঃ শহীদ এর স্ত্রী।
স্থানীয় লোকজন জানান নিলুফা বেগম তার স্বামী কৃষক শহীদের জন্য মাঠে নাস্তা নিয়ে যাচ্ছিলেন কিন্তু তিনি অসাবধানতা বশতঃ রেল লাইন ক্রস করছিল ঠিক তখনই ঢালারচর এক্সপ্রেসের ধাক্কায় নিলুফা বেগম ছিটকে পড়েন।
তার মাথায় প্রচুর রক্ত খরন হয় এবং ঘটনাস্থলেই নিলুফা বেগমের মৃত্যু হয়।
ঢালারচর থেকে সোমবার ব্যতীত প্রতিদিন সকাল ৭:৩০ মিনিটে ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়। ৮টা ৫ মিনিটে সাঁথিয়া রাজাপুর স্ট্রেশন ত্যাগ করে। রাজাপুর স্ট্রেশন ত্যাগ করার পূর্ব মুহুর্তে ঘটনাটি ঘটে। নিহতের স্বজনরা জানান নিহতের ঘটনায় তাদের কোন অভিযোগ নেই এবং প্রশাসনের সাথে কথা বলে দ্রুতই দাফনের ব্যবস্থা করবেন।