সাঁথিয়া(পাবনা)প্রতিনিধি-ঃ
“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়গুলি সামনে রেখে পাবনার সাঁথিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ২৩ জুলাই থেকে আগামী ২৯ জুলাই মৎস্য সপ্তাহ ২০২২ইং পালন উপলক্ষে দ্বিতীয় দিনে সড়ক র্যালী, পোনা অবমুক্ত, আলোচনাসভা ও মৎস্য চাষ করে স্বাবলম্বীদের ও অতিথিদের সম্মামনা স্মারক প্রদান করা হয়েছে। রোববার সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় উপজেলা মৎস্য অফিসার খাদেমুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন, পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু, ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন, সাবেক অধ্যক্ষ আশরাফুল আলম মজনু, প্রেসক্লাব্ সভাপতি মানিক মিয়া রানা, মৎস্য চাষে সফল উদ্যোক্তা নন্দনপুর ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিটন মোল্লা প্রমূখ। শেষে মৎস্য চাষে সফল ২জন উদ্যোক্তাকে সম্মামনা স্মারক প্রদান করেন অতিথিরা।