Sunday, ডিসেম্বর ১০, ২০২৩
শিরোনাম
ডলি সায়ন্তনীকে নির্বাচনে চান পাবনার সংস্কৃতিকর্মীরাওনার্স পরিচয় দেন ডাক্তার, দিচ্ছেন সর্ব রোগের চিকিৎসাডলি সায়ন্তনীর প্রার্থীতা ফেরার অপেক্ষায় সুজানগর, আমিনপুরের মানুষঅবহেলা অব্যবস্থাপনায় অকার্যকর পাবনার সেচ উন্নয়ন প্রকল্প, বিপাকে কৃষকসাঁথিয়ায় ভোটার হালনাগাদকারীদের পাওনা দিতে গরিমসি করছেন নির্বাচন অফিসারআটঘরিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটকসাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে মন্দির নির্মাণ করার চেষ্টা ॥ জনমনে অসন্তোষসাঁথিয়ায় চলাচলের রাস্তায় বেড়া,অবরুদ্ধ ১৬ পরিবারআটঘরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনবেড়ায় পাট ক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার

সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৩

শেয়ার করতে এখানে চাপ দিন

সাঁথিয়া প্রতিনিধিঃ পাবনা-ঢাকা মহাসড়কের সাঁথিয়া উপজেলার বেঙ্গলমিট নামক স্থানে যাত্রীবাহী কোচ একটি অটোভ্যানকে (ব্যাটারিচালিত ভ্যান) চাপা দিলে বাবা-ছেলেসহ তিনজন নিহত ও আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেড়া উপজেলার আমিনপুর থানার দুর্গাপুর গ্রাম থেকে চালকসহ ছয়জন একটি অটোভ্যানে সাঁথিয়ার শহীদনগর গ্রামে মৃত স্বজন দেখতে এসেছিলেন। সন্ধ্যার আগে তাঁরা আবার ওই অটোভ্যানে করে বাড়ির উদ্দেশে রওনা হন। অটোভ্যানটি চালাচ্ছিলেন দুর্গাপুর গ্রামের আবু সাঈদ (৫৫) নামের এক ব্যক্তি।
সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে অটোভ্যানটি বেঙ্গলমিট এলাকার পাশের রাস্তা থেকে মহাসড়কে উঠা মাত্রই সি-লাইন নামের একটি যাত্রীবাহী কোচ সেটিকে চাপা দেয়। এতে অটোভ্যানের ছয় যাত্রীই গুরুতর আহত হন। আহত ব্যক্তিদের স্থানীয় লোকজন উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে পাঠানোর পথে রাস্তায় ভ্যানচালক আবু সাঈদ ও তাঁর ছেলে তাওহিদ (৪) মারা যান। পরে পাবনা সদর হাসপাতালে একই গ্রামের আমির হামজার মেয়ে রোজা (৫) মারা যায়। বাকি তিনজন পাবনা সদর হাসপাতালে ভর্তি আছেন।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই আহত ব্যক্তিদের পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের কাছে আমরা জানতে পারি, একটি বাসের চাপায় দুর্ঘটনাটি ঘটে। খোঁজ নিয়ে আমরা নিহত তিনজনের নাম জানতে পেরেছি। বাকি তিনজন আশঙ্কাজনক অবস্থায় পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন। আহত ব্যক্তিদের পরিচয় এখনো আমরা পাইনি। ঘাতক বাসটি দ্রুত পালিয়ে যাওয়ায় সেটির নম্বরও শনাক্ত করা যায়নি।’

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর