Monday, ডিসেম্বর ১১, ২০২৩
শিরোনাম
ডলি সায়ন্তনীকে নির্বাচনে চান পাবনার সংস্কৃতিকর্মীরাওনার্স পরিচয় দেন ডাক্তার, দিচ্ছেন সর্ব রোগের চিকিৎসাডলি সায়ন্তনীর প্রার্থীতা ফেরার অপেক্ষায় সুজানগর, আমিনপুরের মানুষঅবহেলা অব্যবস্থাপনায় অকার্যকর পাবনার সেচ উন্নয়ন প্রকল্প, বিপাকে কৃষকসাঁথিয়ায় ভোটার হালনাগাদকারীদের পাওনা দিতে গরিমসি করছেন নির্বাচন অফিসারআটঘরিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটকসাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে মন্দির নির্মাণ করার চেষ্টা ॥ জনমনে অসন্তোষসাঁথিয়ায় চলাচলের রাস্তায় বেড়া,অবরুদ্ধ ১৬ পরিবারআটঘরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনবেড়ায় পাট ক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার

সাঁথিয়ায় শিক্ষকদের গালিগালাজ; আ.লীগ নেতা সানের বিরুদ্ধে মানববন্ধন শিক্ষার্থীদের

শেয়ার করতে এখানে চাপ দিন

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক তপন হায়দার সান কর্তৃক শিক্ষকদের সাথে অসাদাচরণ ও অশ্রাব্য ভাষায় আপত্তিকর গালিগালাজের প্রতিবাদে মানববন্ধন করেছে ওই বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীরা। গতকাল সোমবার দুপুরে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনের সড়কে বৃষ্টি উপেক্ষা করে প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে প্রধান শিক্ষক আজিবর রহমান বলেন, আমি ব্যাক্তিগত কাজে ঢাকাতে থাকায় কোন প্রকার সরকারী অনুমতি না নিয়ে বিধিলংঘন করে বিদ্যালয়ের সীমানা ঘেষে মন্দিরের নামে মার্কেট ও প্রাচীর নির্মাণ কাজ করতে গেলে অত্র বিদ্যালয়ের শিক্ষক কর্মচারিরা প্রধান শিক্ষকের উপস্থিতিতে কাজ করার অনুরোধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে অত্র বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক তপন হায়দার সান তার সন্ত্রাসী বাহিনী ধোপাদহ তফশীল অফিসের পিয়ন পিযুস, পৌরসভার কর্মচারী পুলক পাল, সঞ্জয় কুমারসহ অজ্ঞাত আরও বেশ কয়েকজন প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের মা বোন তুলে গালিগালাজ করে এবং আপত্তিকর কথা বলে অসাদাচরণ করে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। তিনি বলেন, বিদ্যালয়ের সভাপতি হয়ে কিভাবে বিদ্যালয়ের মধ্যে শহীদ মিনারের উপর বসে ধুমপান করেন এবং শিক্ষকদের সাথে দুর্ব্যবহার করেন তা আমার বোধগম্য নয়। আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।


শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয়ের সভাপতি তপন হায়দার সান আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষকদের মা বোন তুলে গালিগালাজ করেন। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা এর বিচার চাই।
এ ব্যাপারে বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক তপন হায়দান সান তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর