রফিকুল ইসলাম সান,নিজস্ব প্রতিনিধিঃ
মঙ্গলবার(৯ই আগষ্ট)দুপুরে সাঁথিয়া উপজেলাধীন সিএন্ডবি বাজারে তিনটি হোটেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেন। এ সময় সি এন্ড বি বাজারের জি এস হোটেল,আপ্যায়ন হোটেল ও রফিকের হোটেল কে অসাস্থকর পরিবেশ ও রেস্টুরেন্ট লাইসেন্স না থাকার দায়ে তাদের প্রত্যেকে ১ হাজার করে মোট ৩ হাজার টাকা অর্থদন্ড করেছে।
পরে সকল হোটেল মালিকদের সাস্থকর পরিবেশ খাবার পরিবেশনের নির্দেশ ও লাইসেন্স করারা পরামর্শ দেন।
অন্য দিকে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী মাজিস্ট্রেট মনিরুজ্জামান উপজেলাধীন শশদিয়া গ্রামের মৃত ইব্রাহীম হোসেনের ছেলে কাবিল হোসেন কে দেশি- বিদেশী বিভিন্ন ব্র্যান্ডের প্রসাধনী কোম্পানীর লেবেল ও লগো ব্যবহার করে নকল প্রসাধনী প্রস্তুত ও বিক্রয় করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬( ছয়) মাসের কারাদন্ড এবং ৪০,০০০/- টাকা অর্থদন্ডে দন্ডিত করেছে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ সিদ্দিকুল ইসলামের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করে, নির্বাহী মাজিস্ট্রেট মনিরুজ্জামান জানান,জব্দকৃত নকল প্রসাধনী সকলের উপস্থিতিতে ধ্বংস করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।