নিজস্ব প্রতিনিধিঃ পাবনা বেড়া উপজেলার রুপপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে শনিবার (১৩ আগষ্ট) ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস যতাযত মর্যাদায় পালন উপলক্ষে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
রুপপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও রুপপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম মোল্লার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মোঃ কামরুজ্জামান উজ্জ্বল, সদস্য তথ্য ও উপকমিটি বাংলাদেশ আওয়ামী লীগ। রেজাউল হক বাবু, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ আমিনপুর থানা শাখা, চেয়ারম্যান বেড়া উপজেলা পরিষদ। ইউসুফ আলী খান, আমিনপুর থানা আওয়ামী লীগের সভাপতি। মোঃ শাহিনুর রহমান শাহিন, আমিনপুর থানা আওয়ামীলীগ। মোহাম্মদ ইজাজ আহমেদ, আমিনপুর থানা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক, অনিল কুমার সাহা, আমিনপুর থানা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক। উক্ত অনুষ্ঠানে সকল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং অত্র ইউনিয়নের কৃষকলীগ শ্রমিক লীগ স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন । উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন, আবুল হাসেম উজ্জল, রুপপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক ও রুপপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। অনুষ্ঠানে প্রত্যেক আওয়ামী লীগের নেতৃবৃন্দ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের বিষয়টি তুলে ধরে । এই অনুষ্ঠানটির মূল লক্ষ্য ছিল ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে।