মনসুর আলম (খোকন): পাবনার সাঁথিয়ায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে
উপজেলা প্রশাসন, পৌরআ’লীগ, পৌরসভা, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কুতিক সংগঠন ব্যাপক কর্মসূচি গ্রহণ করে।
উপজেলা প্রশাসন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে
পুষ্পমাল্য অর্পণ, জাতীয় পতাকা অর্ধনিমিত, কালো পতাকা উত্তোলণ, কালো ব্যাজ ধারণ,ছাত্র-ছাত্রীদের কবিতা আবৃতি,চিত্রাংকন,হাম নাদ,রচনা প্রতিযোগিতার আয়োজন করে। হাসপাতাল ও এতিম খানায় উন্নতমানের খাবার পরিবেশন করা
হয়।
জেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ হোসেন এর সভাপতিত্বে এবং শফিকুল ইসলাম রিপনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, আলহাজ্ব এ্যড. শামসুল হক
টুকু এমপি।
আরও বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্ছু, আ’লীগ নেতা হাসান আলী খাঁন, রবিউল
করিম হিরু, সাবেক উপজেলা কমান্ডার মুক্তিযোদ্ধা আঃ লতিফ, উপজেলা সহকারী কমিশনার (ভুমি)মনিরুজ্জামান প্রমুখ।
পরে দোয়া মাহফিল ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়। এ ছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন আ’লীগ ও শিক্ষা প্রতিষ্ঠান শোক দিবস উপলক্ষে ব্যাপক কর্মসুচি পালন করে।