নাছির হোসাইনঃ বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে সংঘটিত দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে পাবনার বেড়া উপজেলা ও পৌর আওয়ামী লীগ।
গতকাল বুধবার (১৭ আগস্ট) সকাল ১১টায় কর্মসূচির অংশ হিসেবে বেড়া পৌর শহরে অবস্থিত আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকুর নির্দেশে এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট
আসিফ শামস রঞ্জনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে বেড়া সিএন্ডবি বাসস্টান্ডে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসিফ শামস রঞ্জন, সাধারণ সম্পাদক আবু সাঈদ, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান মানু,
সহসভাপতি সাখাওয়াত হোসেন হান্নান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের সবুজ, রমজান আলী, আব্দুল
হাকিম বস প্রমূখ।
এসময় বক্তারা বলেন, বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলেই বাংলাদেশে জঙ্গিদের উত্থান ঘটে। তারাই জঙ্গিদের লালন-পালন করে আসছে। তাই দেশবিরোধী অপশক্তি ও তার দোসরদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার দাবি জানান তাঁরা।
উল্লেখ্য, ২০০৫ সালের ১৭ আগস্ট বিএনপি জামায়াত জোট সরকারের আমলে দেশব্যাপী পাঁচ শতাধিক জায়গায় সিরিজ বোমা হামলা হয়। তারপর থেকে দিনটি সিরিজ বোমা হামলার প্রতিবাদ দিবস হিসেবে পালন করে আসছে আওয়ামী লীগ।