বেড়া (পাবনা) প্রতিনিধিঃ ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলার প্রতিবাদে পাবনার বেড়া উপজেলায় বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২১ আগস্ট, রোববার) উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে এ কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।
সকাল ১১টায় বেড়া পৌর শহরে অবস্থিত আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে পৌর শহরের কানাইবাড়ী মোড়ে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট আসিফ শামস রঞ্জন, সাধারণ সম্পাদক আবু সাঈদ, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান মানু, সহসভাপতি সাখাওয়াত হোসেন হান্নান, আওয়ামী লীগ নেতা রমজান আলী, আব্দুল হাকিম বস, ময়সার আলী প্রমূখ।
এসময় বক্তারা ২১ আগস্ট হামলায় জড়িতদের দ্রুত রায় প্রদান করে ফাঁসি দেওয়ার দাবি জানান।