নাছির হোসাইন ঃ পাবনার সাঁথিয়া থানা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাড়ে ৫ কেজি গাঁজা ও একটি পালসার মোটরসাইকেলসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।
থানা সুত্রে জানা যায়, পাবনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মহোদয়ের নির্দেশনায় শনিবার (২৭ আগষ্ট) ভোররাতে সাঁথিয়া থানাধীন কাশিনাথপুর ডাবতলা রেলগেট এলাকায় (পাবনা টু ঢাকা মহাসড়ক) গোপন সংবাদের ভিত্তিতে অস্হায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে কাশিনাথপুর অস্হায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই মোঃ এস এম ইমতিয়াজুল আলম তালুকদার সঙ্গীয় এ এস আই মোঃ আনোয়ার হোসেন ফোর্সসহ লালমনিরহাট হাতিবান্ধা থানার মৃত আলাউদ্দিনের ছেলে হামিদুল ইসলাম (৩৮) কে সাড়ে ৫ কেজি গাঁজা ও তার ব্যবহ্নত একটি পালসার মোটর সাইকেলসহ গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা প্রক্রিয়াধীন।