নাছির হোসাইন: অবশেষে জাতীয় সংসদের নতুন ডেপুটি স্পিকার নির্বাচনের বিষয়টি নিশ্চিত হয়েছে। পাবনার কৃতি সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. শামসুল হক টুকুই হচ্ছেন পরবর্তী ডেপুটি স্পিকার।
যিনি ৬৮, পাবনা-১ আসন থেকে নির্বাচিত আওয়ামীলীগ দলীয় সংসদ সদস্য। তাকে ডেপুটি স্পিকার পদে নিয়োগের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে জাতীয় জাতীয় সংসদ সচিবালয় সুত্রে।
সুত্র জানায়, অনেকের নাম আলোচনায় থাকলেও সরকার জাতীয় সংসদের নতুন ডেপুটি স্পিকার হিসেবে বেছে নিয়েছেন শামসুল হক টুকুকেই। ইতিমধ্যে সংসদ সচিবালয়কে নির্দেশ দেওয়া হয়েছে এ সংক্রান্ত সব নথি পত্র প্রস্তুত করার জন্য।
সংসদের একটি সুত্রে জানা যায়, সংসদের প্রধান হুইপ নুর-ই আলম চৌধুরী রবিবার সকাল ১০ টার মধ্যে প্রস্তুতি নিয়ে সংসদে আসার জন্য ফোন করে বলেছেন শামসুল হক টুকুকে। গণভবন থেকেও তাকে প্রস্তুতি নিয়ে আসার জন্য বলা হয়েছে।
শামসুল হক টুকু পাবনা থেকে নির্বাচিত আওয়ামীলীগ দলীয় সদস্য। তিনি ২০০৯,২০১৪ এবং সর্বশেষ ২০১৮ সালের নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯-২০১৪ সাল পর্যন্ত শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়ীত্ব পালন করেন। বর্তমানে তিনি একই মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়ীত্ব পালন করছেন।
রবিবার (২৮আগষ্ট) একাদশ জাতীয় সংসদের ১৯ তম অধিবেশনের শুরুতেই ডেপুটি স্পিকার নিয়োগ করা হবে। এরপর সন্ধ্যা ৭ টায় নব নির্বাচিত ডেপুটি স্পিকারের শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।
প্রসঙ্গত, ডেপুটি স্পিকার এ্যাড. মো. ফজলে রাব্বী মিয়ার মৃত্যুর পর থেকেই নতুন ডেপুটি স্পিকার কে হচ্ছেন তা নিয়ে আলোচনা শুরু হয়। অনেকের নাম আলোচনায় থাকলেও এগিয়ে ছিলেন শামসুল হক টুকু। শেষ পর্যন্ত তিনিই বসতে যাচ্ছেন ডেপুটি স্পিকারের আসনে।