Monday, ডিসেম্বর ১১, ২০২৩
শিরোনাম
ডলি সায়ন্তনীকে নির্বাচনে চান পাবনার সংস্কৃতিকর্মীরাওনার্স পরিচয় দেন ডাক্তার, দিচ্ছেন সর্ব রোগের চিকিৎসাডলি সায়ন্তনীর প্রার্থীতা ফেরার অপেক্ষায় সুজানগর, আমিনপুরের মানুষঅবহেলা অব্যবস্থাপনায় অকার্যকর পাবনার সেচ উন্নয়ন প্রকল্প, বিপাকে কৃষকসাঁথিয়ায় ভোটার হালনাগাদকারীদের পাওনা দিতে গরিমসি করছেন নির্বাচন অফিসারআটঘরিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটকসাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে মন্দির নির্মাণ করার চেষ্টা ॥ জনমনে অসন্তোষসাঁথিয়ায় চলাচলের রাস্তায় বেড়া,অবরুদ্ধ ১৬ পরিবারআটঘরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনবেড়ায় পাট ক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার

দুর্গাপূজাকে ঘিরে প্রতিমা তৈরির কাজ শেষ পর্যায়ে চলছে রং তুলি আঁচড়ের কাজ

শেয়ার করতে এখানে চাপ দিন

এম এ হাই: দুর্গাপূজাকে ঘিরে পাবনার সাঁথিয়া উপজেলায় ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কারিগররা । কাজ প্রায় শেষ পর্যায়ে এখন চলছে রং তুলির কাজ। কে কত ভালো প্রতিমা তৈরি করে ভক্তদের হৃদয়ে স্থান করে নিতে পরে তার প্রতিযোগিতা চলছে। সে অনুযায়ী স্থানীয় ও অন্য জেলা থেকে কারিগর নিয়ে এসে প্রতমা তৈরি করছে পূজা মন্ডপ কমিটি।

উপজেলার ধোপাদহ গ্রামের প্রতিমা কারিগর পবন চন্দ্র পাল বলেন, এটা আমাদের বাপ দাদার পেশা। আমি দীর্ঘ ১৫ বছর এই কাজ করে আসছি। বিগত বছর করোনা মহামারির কারণে ঢিলাঢালাভাবে দায় সেরেছিল পূজা মন্ডপ কমিটি। এ বছর আশায় বুক বেধেছিলাম, কিন্তু বৈশ্বিক যুদ্ধের কারণে সব কিছুর দাম বেড়েছে। তাই খরচ বেড়ে যাওয়ায় এবারও লোকসান গুনতে হবে। স্থানীয় পূজা কমিটিও এ বাজেট সামলাতে হিমশিম খাচ্ছেন।

সাঁথিয়া উপজেলা সংগীত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা রতন কুমার দাস জানান, প্রতিমা তৈরির কাজ শেষ পর্যায়ে এখন চলবে রং তুলির কাজ। দেবী দুর্গার সঙ্গে রয়েছেন কার্তিক, গণেশ, লক্ষ্মী ও স্বরসতী। এ ছাড়া এখন পর্যন্ত বাঘ ও অন্তরের কাজ শেষ করে প্রতিমাগুলোর রং তুলি আঁচরের কাজ করা হবে। রঙ তুলির আঁচড়ের পরেই প্রাণবন্ত হয়ে উঠবে প্রতিটি প্রতিমা। সাঁথিয়া উপজেলা পুজা উৎযাপন কমিটির সভাপতি বাবু সুশিল কামার দাস বলেন, এবার সাঁথিয়া উপজেলায় মোট পুজা মন্ডপের সংখ্যা ৫২ টি। মৃৎশিল্পীদের মজুরি ও সব জিনিসর দাম বেরে যাওয়ায় এবার ব্যয় বেশি হবে। সরকার আমাদেরকে বেশ কিছু বিধি নিষেধ পালনের কথা বলছেন যাতে করে সুশৃঙ্খল ভাবে পুজা সম্পন্ন করা যায়।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর