Sunday, মে ১৯, ২০২৪
শিরোনাম

শেখ হাসিনা বাবার স্বপ্ন অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলেছেন

শেয়ার করতে এখানে চাপ দিন

খালেকুজ্জামান পান্নুঃ জাতীয় সংসদের স্পিকার এ্যাড. শামসুল হক টুকু এমপি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। জাতির পিতার নেতৃত্বে সব ধর্মের মানুষ মিলে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল। বঙ্গবন্ধুর অসাম্প্রদয়িক চেতনাকে ধবংশ করার জন্য সাম্প্রায়িক চক্রান্তকারিরা ৭৫ সালে বঙ্গবন্ধকে সপরিবারের হত্যা করে। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাবার স্বপ্ন বাস্তবায়ন করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলেতে সচেষ্ট। শারদীয় দুর্গা উৎসবের চেতনাকে ধারণ করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে হবে। মহানবী (সঃ) মদিনা সনদে বলেছেন, সব ধর্মের মানুষের স্বাধীন ভাবে নিজ নিজ ধর্ম পালনের অধিকার রয়েছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রোববার (২ সেপ্টম্বর) দুপুরে পাবনার সাঁথিয়ায় বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন কালে পৌরসদরে বারোয়ারী কালী মন্দিরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির ভাষণে তিনি একথা বলেন। পাবনা জেলা পুজা উদযাপন কমিটির সভাপতি অজয় দাসের সভাপতিত্বে রতন দাসের সঞ্চালনায় আরও বক্তৃতা করেন সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেন, বেড়া পৌরসভার মেয়র এ্যাড. আশিফ শামস রঞ্জন, সাঁথিয়া পূজা উদযাপন কমিটির সাঃ সম্পাদক সুশীল দাস প্রমুখ।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর