Saturday, ডিসেম্বর ৯, ২০২৩
শিরোনাম
ডলি সায়ন্তনীর প্রার্থীতা ফেরার অপেক্ষায় সুজানগর, আমিনপুরের মানুষঅবহেলা অব্যবস্থাপনায় অকার্যকর পাবনার সেচ উন্নয়ন প্রকল্প, বিপাকে কৃষকসাঁথিয়ায় ভোটার হালনাগাদকারীদের পাওনা দিতে গরিমসি করছেন নির্বাচন অফিসারআটঘরিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটকসাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে মন্দির নির্মাণ করার চেষ্টা ॥ জনমনে অসন্তোষসাঁথিয়ায় চলাচলের রাস্তায় বেড়া,অবরুদ্ধ ১৬ পরিবারআটঘরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনবেড়ায় পাট ক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধারবেড়ায় বালুবাহী ড্রাম ট্রাক চাপায় ঠিকাদার নিহতমহাসড়কের দুপাশের গাছ চালক-যাত্রীদের আতঙ্ক

সাঁথিয়ায় অগ্রণী ব্যাংক লিঃ এর এজেন্ট শাখার উদ্বোধন

শেয়ার করতে এখানে চাপ দিন

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় অগ্রণী ব্যাংক লিমিটেড এর এজেন্ট ব্যাংকিং শাখা সাঁথিয়া বাজারের গার্লস স্কুল রোডের নুরুজ্জামান ডাক্তার মার্কেটের দ্বিতীয় তলায় উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে অগ্রণী এজেন্ট ব্যাংক পরিচালনা পর্ষদের আয়োজনে মঙ্গলবার দুপুরে অগ্রণী ব্যাংক আতাইকুলা শাখা ম্যানেজার জহুরুল ইসলামের এর সভাপতিত্বে ও সাঁথিয়া প্রেস ক্লার সাধারণ সম্পাদক সহঃ অধ্যাপক এজেন্ট আব্দুল হাই এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাঁথিয়া পৌর সভার মেয়র মাহবুবুল আলম বাচ্চু। সন্মানিত অতিথি হিসেবে অগ্রণী ব্যাংক লিমিটেড এর মহাব্যবস্থাপক (সিআইটিও) শাহিনুর রহমান বক্তবে বলেন, এ ব্যাংক বাংলাদেশ সরকারের অন্যতম সহযোগী হিসেবে কাজ করছে এবং জাতীয় নীতি অনুসরণ করার কারণে টেকসই ব্যাংকের স্বীকৃতি লাভ করেছে। অগ্রণী ব্যাংক লি: সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে আর্থিক সেবা প্রদান করছে। আর্থিকভাবে সুবিধাবঞ্চিত ব্যক্তিদের আর্থিক অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে এ ব্যাংক অগ্রণী ভুমিকা রেখে চলেছে। তিনি বলেন, রেমিট্যান্স আহরণের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে উল্লেখযোগ্য অবদান রাখছে এ ব্যাংক। সাঁথিয়া এজেন্ট শাখার মাধ্যমে এ অঞ্চলের ব্যবসার প্রসার ও উদ্যোক্তা উন্নয়নকে গুরুত্ব দিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করাসহ প্রযুক্তিসমৃদ্ধ সেবা ছড়িয়ে দিতে কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি। বিশেষ অতিথি

হিসেবে বক্তব্য দেন, দুয়ার সার্ভিসেস লিমিটেড এর হেড অব এজেন্ট এ্যাকুজিশন রেজাউল করিম সরকার সাঁথিয়া উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি হাসান আলী খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিমা সুলতানা শিলা, অধ্যক্ষ নজরুল ইসলাম, অধ্যক্ষ আব্দুদ দাইন সরকার দুয়ার সার্ভিসেস লিমিটেড এর বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ মোক্তাদির হোসেন ও বারেক আলী আকন্দ, রোয়াইলমারী বাজার বনিক সমিতির সভাপতি আব্দুস সামাদ প্রমুখ।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর