নাছির হোসাইনঃ পাবনার সাঁথিয়ায় চাঞ্চল্যকর মতিন হত্যা মামলার আলামত উদ্ধার করেছে সিআইডি পুলিশ। বৃহস্পতিবার দুপুরে হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা পাবনা সিআইডি পুলিশের এসআই পায়েল হোসন বিষয়টি সাংবাদিকদর জানান। তিনি বলেন, গত ৫/০৬/২০২২ইং ১৪০/৩৪১/৩২৩/৩২৬/৩০৭/৩০২/১১৪ পেনাল কোড তদন্তে চাঞ্চল্যকর মতিন হত্যা মামলার সিআইডি পুলিশ হত্যার ঘটনার প্রধান আসামী সাবেক চেয়ারম্যান হারুনের ভাই জুয়েল হোসেনক গ্রেফতার করে। পরে তাকে ১দিনর রিমান্ডে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদে আসামীর প্রদত্ত তথ্য ও দেখানা মতে বুধবার দুপুর ১টার দিকে ঘটনাস্থল পুঠিপাড়া ঘোন্রাচর এলাকায় ইছামতির নদীর ডাইকের পাশে পানির মধ্যে থেকে হত্যাকান্ডে ব্যবহৃত তিন হাসুয়া ও একটি চাপাতি উদ্ধার করা হয়। এ হত্যাকান্ডে জড়িত আটকৃত অপর ২জন আসামী মন্জু ও কাদের আদালতে স্বীকারাক্তিমূলক জবানবদি দিয়েছে। তিনি আরও বলেন, এ হত্যাকান্ডের ঘটনায় ৮ থেকে ১০জন জড়িত রয়েছে। এ পর্যন্ত জুয়েল, আনিস,বেলাল শেখ,সাদ্দাম,কাদের, মন্জুসহ ৬জনক আমরা আটক করত পারছি। অন্যান্যদর আটকের চেষ্টা অব্যহত রয়েছে। খোজ নিয়ে জানা গেছে ৬জন আসামীদের মধ্যে সাদ্দাম ও আনিছুর রহমান আনিস জামিনে রয়েছে। সিআইডি পুলিশ হত্যাকান্ডের আলামত উদ্ধারের সময় জুয়েলকে ঘটনাস্থলে নিয়ে গেলে নিহতের স্বজনরা ও এলাকাবাসী খবর পয় জুয়েলের ফাঁসির দাবীতে এলাকায় বিক্ষোভ মিছিল করে।
উল্লেখ্য-গত ৪ জুন (২০২২ ই্ং) শনিবার জুয়েল দাওয়াত খাওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে রাত পৌনে ৯টার দিকে পাবনার সাঁথিয়া পৌর সদরের পুটিপাড়া গ্রামর ঘোনারচর নামক স্থানে ক্যানেলের পাশে পুঠিপাড়া গ্রামের মহির উদ্দিন ওরফে মহরের ছেলে আঃ মতিন (৫০) কে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করে দুর্বত্তরা।