Monday, ডিসেম্বর ১১, ২০২৩
শিরোনাম
ডলি সায়ন্তনীকে নির্বাচনে চান পাবনার সংস্কৃতিকর্মীরাওনার্স পরিচয় দেন ডাক্তার, দিচ্ছেন সর্ব রোগের চিকিৎসাডলি সায়ন্তনীর প্রার্থীতা ফেরার অপেক্ষায় সুজানগর, আমিনপুরের মানুষঅবহেলা অব্যবস্থাপনায় অকার্যকর পাবনার সেচ উন্নয়ন প্রকল্প, বিপাকে কৃষকসাঁথিয়ায় ভোটার হালনাগাদকারীদের পাওনা দিতে গরিমসি করছেন নির্বাচন অফিসারআটঘরিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটকসাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে মন্দির নির্মাণ করার চেষ্টা ॥ জনমনে অসন্তোষসাঁথিয়ায় চলাচলের রাস্তায় বেড়া,অবরুদ্ধ ১৬ পরিবারআটঘরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনবেড়ায় পাট ক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার

সাঁথিয়া থানার ওসি’র বিদায় সংবর্ধনা

শেয়ার করতে এখানে চাপ দিন

পাবনার সাঁথিয়া থানার ওসি’র বিদায় সংবর্ধনা

তাইজুল সাঁথিয়া :পাবনার সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলামের বদলী জনিত বিদায় সংবর্ধনা সাঁথিয়া প্রেস ক্লাবের উদ্দ্যোগে শনিবার ১০ টায় সাঁথিয়া প্রেস কর্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এ সময় সাঁথিয়া প্রেস ক্লাবের পক্ষ থেকে সাঁথিয়া থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলামকে ফুল দিয়ে বিদায়ী সংবর্ধনা জানানো হয়। এ সময় তিনি বলেন, সাঁথিয়ার মানুষের সাথে অল্প সময়ের মধ্যে আত্মার সম্পর্ক হয়েছে। কাজ করতে গিয়ে আপনাদের অনেক সহযোগিতা পেয়েছি। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন নতুন স্থানে গিয়ে সততার সাথে জনগনের আইনী সহযোগিতা দিয়ে সেবা করতে পারি।

সাঁথিয়া প্রেস ক্লাব সভাপতি মানিক মিয়া রানার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম এ হাই এর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাঁথিয়া প্রেস ক্লাবের সহ সভাপতি জালাল উদ্দিন, সহ-সাধারণ সম্পদক তায়জুল ইসলাম ও আশিক ইকবাল রাসেল, সাবেক সভাপতি আলী আহসান মনজু, সাবেক সাধারণ সম্পাদক রতন দাস ও আবুল কাশেম সাংবাদিক ফারুক হোসেন, আমিনুল ইসলাম জুয়েল, আবু ইসহাক, আব্দুস সাত্তার, মাজেদ মোল্লা প্রমুখ। সাঁথিয়া থানায় দায়িত্বে থাকা অবস্থায় দুই বার পাবনা জেলার শ্রেষ্ট আসি নির্বাচিত হন তিনি। মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে কঠোর অবস্থানে ছিলেন তিনি। সম্প্রতি তিনি সিরাজগঞ্জ জেলায় বদলী হয়েছেন।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর