ইব্রাহীম খলীল, পাবনা জেলা প্রতিনিধি: পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত উচ্চ বিদ্যালয় মাঠে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এ্যাথলেটিক্স ক্রীড়া প্রতিযোগিতা সমাপনী ও পুরুস্কার বিতরন অনুষ্ঠিত হয়।
১৩ নভেম্বর (রবিবার) অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনা জেলা ক্রীড়া অফিসার রফিকুল ইসলাম।প্রধান অতিথি হিসেবে ছিলেন একদন্ত ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও একদন্ত উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিংকমিটির সভাপতি ইসমাইল সরদার এবং বিশেষ অতিথি ছিলেন একদন্ত ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন আলাল সরদার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য আনোয়ার হোসেন, মোক্তার হোসেন,দেলোয়ার হোসেন, শহিদুলইসলাম, প্রধান শিক্ষক মনিরুজ্জামান মনি, মকবুল হোসেন, সহকারী শিক্ষক ইসরাইল হোসেন, আব্দুল বারেক, রবিউলইসলাম, শরিফুল ইসলাম, নমিতা রাণী, খাদিজা খাতুন, বিলকিস খাতুন, বিপিএড শিক্ষক মোস্তাফিজুর রহমান, সেলিমহোসেন, জাহাঙ্গীর হোসেন। মোট ১৮ টি ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।