খালেকুজ্জামান পান্নু ঃ পাবনার সাঁথিয়ায় আধুনিক প্রযুক্তির পলিনেট হাউজে উৎপাদিত হবে রোগবালাইমুক্ত উচ্চ মুল্যের ফসল। তাপ, আলো নিয়ন্ত্রণ, পরিবেশবান্ধব, উৎপাদন খরচ কম এবং গ্রীন হাউজের আদলে স্থাপন করা হয়েছে এ পলিনেট হাউজ । কৃষক এ হাউজ থেকে অত্যান্ত কম খরচে উচ্চ মুল্যের উৎপাদিত বিষমুক্ত ফসল দেশের চাহিদা মিটিয়ে রপ্তানী করতে পারবে মধ্যেপ্রাচ্যসহ ইউরোপেও। সাঁথিয়া উপজেলার মাধপুরে কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের অর্থায়নে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী কৃষি বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ২৫ শতক জমিতে ২০ লক্ষ টাকা ব্যয়ে স্থাপন করা হয়েছে পলিনেট হাউজ। গতকাল বৃহস্পতিবার প্রকল্প পরিচালক ড.এসএম হাসানুজ্জামান প্রধান অতিথি হিসেবে পলিনেট হাউজ উদ্বোধন করেন। এ সময় তিনি আরও বলেন, প্রায় শতকরা ৬০ ভাগ সুর্যালোক প্রতিরোধি শেড, নেট, ক্ষতিকর পোকা মাকড় প্রতিরোধী ইনশেড নেটসহ ড্রিপ ও মিস্ট পদ্ধতিতে সেচ সুবিধা যুক্ত হবে এ পলিনেট হাউজ। এটি জলবায়ুর ক্ষতিকর প্রভাবমুক্ত ও নিয়ন্ত্রিত পরিবেশে বছরব্যাপী নিরাপদ উচ্চ মুল্যে ফসল উৎপাদন যেমন, ক্যাপসিকাম, টমেটো ব্রোকলি, স্কোয়াশ, ম্যালন, শসা, ফুলকপি, বাধা কপি, রজনীগন্ধা, গাদাসহ ১৮ রকমের ফসল উৎপাদন সম্ভব। এর মাধ্যমে কৃষকের উৎপাদিত ফসল দেশের চাহিদা মিটিয়ে রপ্তানী করতে পারবে মধ্যেপ্রাচ্যসহ ইউরোপেও।
পলিনেট হাউজের মালিক আদর্শ কৃষক নজরুল ইসলাম বলেন, সাঁথিয়া উপজেলা কৃষি কর্মকর্তাদের পরামর্শে নিজের ২৫ শতক জমিতে পলিনেট হাউজ স্থাপনের মাধ্যমে বিষমুক্ত উচ্চ মূল্যের ফসল উৎপাদন করতে পারবো।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারুক হোসেন বলেন, পলিনেট হাউজে এমন এক আধুনিক প্রযুক্তি রয়েছে যার ফলে উপরের শর্টওয়ে ভেরিয়েশনটা আসছেঁ ওটা লংওয়ে বেরিয়েশনে রুপান্তরিত হবে। যার কারণে শীতের সময় তাপমাত্রা ধরে রাখা যাবে। তেমনিভাবে গরমের সময় তাপমাত্রা বের করে দেয়ার সিষ্টেম রয়েছে। আমাদের দেশে পানির স্তর নিচে নেমে গেলেও এখানে বিভিন্ন ধরণের মিস্ট এবং ড্রিপ রয়েছে যাতে করে অল্প পানি ব্যবহার করে চাষাবাদ করতে পারবে কৃষক। রোগবালাই, পোকামাকড়মুক্ত রপ্তানিযোগ্য নিরাপদ ফসল উৎপাদন হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জিব কুমার গোস্বামী বলেন, বাংলাদেশের উষ্ণ আবহাওয়াকে মাথায় রেখে শীত প্রধান উন্নত দেশের গ্রীণ হাউজের আদলে এটা করা হয়েছে। এটার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সম্পূর্ণ পরিবেশ নিয়ন্ত্রনের মাধ্যমে উচ্চ মুল্যের বিষমুক্ত ফসল আবাদের মাধ্যমে বাংলাদেশ খাদ্য ও পুষ্টিতে স্বয়ংসম্পূর্ণ এবং বঙ্গবন্ধুর সবুজ বিপ্লব সফল করা সম্ভব হবে। উদ্বোধনী সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারুক হোসেন চৌধুরি, সাঁথিয়া প্রেস ক্লাবের সভাপতি মানিক মিয়া রানা, কৃষি বিভাগের কর্মকর্তাবৃন্দ ও এলাকার কৃষক কৃষাণী উপস্থি ছিলেন।