Sunday, মে ১৯, ২০২৪
শিরোনাম

  সাঁথিয়ায় অটোবাইকের চাপায়    ইউপি সদস্যের শিশুসন্তান নিহত

শেয়ার করতে এখানে চাপ দিন

মনসুর আলম খোকন: পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা-ডেমড়া সড়কের বৃহস্পতিপুর বাজারে বৃহস্পতিবার দুপুরে আরিয়ান  নামে পাঁচ বছরের এক শিশু রাস্তা পারাপারের সময় অটোবাইকের চাপায় নিহত হয়েছে।শিশুটি বৃহস্পতিপুর গ্রামের বাসিন্দা ও ভুলবাড়িয়া ইউপি সদস্য আয়শা আলালের ছেলে।
স্থানীয়রা জানান,দুপুর সাড়ে ১২ টার দিকে শিশুটি রাস্তা পার হচ্ছিল।এ সময় আচমকা ওই অটোবাইকটি এসে তাকে চাপা দেয়।স্থানীয়রা তাকে উদ্ধার করে  হাসপাতালে নেয়ার পথে মারা যায়।আতাইকুলা থানার ওসি হাফিজুর রহমান জানান,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর