খালেকুজ্জামান পান্নু, বিশেষ প্রতিনিধিঃ “আমি অন্য্য়া করবো না” কাউকে অন্যায় করতে দেবনা ” এই প্রতিপাদ্যা বিষয়কে সামনে রেখে পাবনার সাঁথিয়ায় আন্তর্জাতিক মানবধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আন্তর্জাতিক মানবধিকার দুর্ণীতি বিরোধী অপরাধ তদন্ত সংস্থা সাঁথিয়া উপজেলা শাখার আয়োজনে শনিবার দুপুরে একটি র্যালী বের করে। র্যালীটি পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন, সংস্থার সভাপতি গোলাম মোস্তফা. ভারপ্রাপ্ত সভাপতি আক্তার রফিক বাবু, বিশিষ্ট ব্যবসায়ী সঞ্জয় কুমার, সাধারণ সম্পাদক রনজিৎ কুমার পাল, সাংগাঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, যুগ্ন সম্পাদক জাকির হোসেন, কোষাধক্ষ্য রুহুল আমিন, প্রচার সম্পাদক রাজিব হোসেন, সদস্য শরিফুল ইসলাম, শাজাহান, ফারুক মীর, হযরত আলী প্রমূখ। শেষে পৌর সদরের ভাই ভাই সুপারমার্কেটে সংস্থাটির শাখা কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।