Monday, ডিসেম্বর ১১, ২০২৩
শিরোনাম
ডলি সায়ন্তনীকে নির্বাচনে চান পাবনার সংস্কৃতিকর্মীরাওনার্স পরিচয় দেন ডাক্তার, দিচ্ছেন সর্ব রোগের চিকিৎসাডলি সায়ন্তনীর প্রার্থীতা ফেরার অপেক্ষায় সুজানগর, আমিনপুরের মানুষঅবহেলা অব্যবস্থাপনায় অকার্যকর পাবনার সেচ উন্নয়ন প্রকল্প, বিপাকে কৃষকসাঁথিয়ায় ভোটার হালনাগাদকারীদের পাওনা দিতে গরিমসি করছেন নির্বাচন অফিসারআটঘরিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটকসাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে মন্দির নির্মাণ করার চেষ্টা ॥ জনমনে অসন্তোষসাঁথিয়ায় চলাচলের রাস্তায় বেড়া,অবরুদ্ধ ১৬ পরিবারআটঘরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনবেড়ায় পাট ক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার

সাঁথিয়ায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বিধবা নারীকে এসিড নিক্ষেপ

শেয়ার করতে এখানে চাপ দিন

নাছির হোসাইনঃ পাবনার সাঁথিয়ায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তালাকপ্রাপ্ত নারীকে এসিড নিক্ষেপ করেছে ইউসুফ (৫৫) নামেরএক ব্যক্তি। সে উপজেলার করমজা ইউনিয়নের সমাসনারী পশ্চিম পাড়া গ্রামের আবু বক্কারের ছেলে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে উপজেলার করমজা ইউনিয়নের দত্তপাড়া গ্রামে।

গুরুতর আহত অবস্থায়  স্বজনেরা ওই নারীকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। অভিযুক্ত ব্যক্তিকে সাঁথিয়া থানাপুলিশ গ্রেফতার  করেছে।
ঘটনায় ওই নারীর ছেলে বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে এসিড অপরাধ দমন আইন ২০০২ এর এর ()() ধারায় সাঁথিয়াথানায় একটি মামলা করে। মামলা   নং২১, তাং২২১২২২ ইং

মামলার এজাহার সূত্রে জানা যায়, করমজা ইউনিয়নের বড়গ্রাম দত্তপাড়া গ্রামের তালাকপ্রাপ্ত নুরজাহান বেগম পার্শ্ববর্তীসমাসনারী গ্রামের মৃত বক্কারের ছেলে ইউসুফের নিকট ৪০ শতক জমি বছর ভিত্তিক খাজনা রাখে। 

ঘটনার দিন বুধবার রাত (২১ ডিসেম্বর) ৯টার দিকে ইউসুফ, নুরজাহানের বাড়িতে গিয়ে  কুপ্রস্তাব দেয়। এতে সে রাজি না হলেবিয়ে করার কথা বলে জোরপূর্বক  তার সাথে অনৈতিক কাজ করার চেষ্টা করে।
নুরজাহান বাধা দিলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী হাতে থাকা জগের এসিড তার মুখে ছুড়ে মারে। এতে ওই নারীর মুখমণ্ডলসহশরীরের বিভিন্ন অঙ্গ পুড়ে ঝলসে যায়।
নিজেকে রক্ষা করতে উঠানে থাকা ইট দিয়ে মাথায় আঘাত করলে ইউসুফ আহত হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে (ইউসুফ) আটক করে পুলিশ হেফাজতে সাঁথিয়া হাসপাতালে ভর্তি করে।

সাঁথিয়া থানার ওসি (তদন্ত) কমল কুমার দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তআসামি পুলিশ হেফাজতে হাপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর