আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি: আটঘরিয়ায় মাটি কাটার অপরাধে দুই ভেকু ব্যবসায়ী শফিকুল ইসলাম ও হিমেলকে ৪০ হাজর টাকা ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় করা হয়েছে।
কন্দর্পপুর গ্রামের আব্দুর রহিম আলীর ছেলে ভেকু ব্যবসায়ী হিমেলকে ২০ হাজর টাকা, শ্রীকান্তপুর গ্রামের ভেকু ব্যবসায়ী শফিকুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (২৬ ডিসেম্বর) সকালে আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রট মাকসুদা আক্তার মাসু এই জরিমানা আদায় করেন। এসময় উপস্থিত ছিলেন আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার হোসেন সহ সঙ্গীয় ফোর্স।
জানা গেছে হিমেল ও শফিকুল দীর্ঘদিন ধরে ভেকু দিয়ে ফসিল জমিতে পুকুর খনন করে মাটি বিক্রি করে আসছিল। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাকসুদা আক্তার মাসু গোপন সংবাদের ভিত্তিতে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার সহ সঙ্গীয় ফোর্স নিয়ে তাদেরকে হাতে নাতে ধরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।