Monday, ডিসেম্বর ১১, ২০২৩
শিরোনাম
ডলি সায়ন্তনীকে নির্বাচনে চান পাবনার সংস্কৃতিকর্মীরাওনার্স পরিচয় দেন ডাক্তার, দিচ্ছেন সর্ব রোগের চিকিৎসাডলি সায়ন্তনীর প্রার্থীতা ফেরার অপেক্ষায় সুজানগর, আমিনপুরের মানুষঅবহেলা অব্যবস্থাপনায় অকার্যকর পাবনার সেচ উন্নয়ন প্রকল্প, বিপাকে কৃষকসাঁথিয়ায় ভোটার হালনাগাদকারীদের পাওনা দিতে গরিমসি করছেন নির্বাচন অফিসারআটঘরিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটকসাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে মন্দির নির্মাণ করার চেষ্টা ॥ জনমনে অসন্তোষসাঁথিয়ায় চলাচলের রাস্তায় বেড়া,অবরুদ্ধ ১৬ পরিবারআটঘরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনবেড়ায় পাট ক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার

সাঁথিয়ায় প্রতি রাতেই ঘটছে একাধিক বাড়িতে চুরি আতংকিত এলাকাবাসী

শেয়ার করতে এখানে চাপ দিন

সাঁথিয়া সংবাদদাতাঃ পাবনার সাঁথিয়ার পল্লীতে প্রতিরাতেই ঘটছে একাধিক বাড়িতে চুরির ঘটনা। লুট হচ্ছে স্বনালংকার, নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র। আতংক গ্রস্থ হয়ে পড়ছে এলাকাবাসী। পুলিশ অসহায়।

জানা গেছে, গত সোমবার ২৬ ডিসেম্বর দিন গত রাতে উপজেলার বিষ্ণুবাড়িয়া গ্রামের কুমারেন্দ্র সাহা ও আজিজুল রহমানের বাড়িতে একাধিক জানালার গ্রীল কাটে চোরেরা। গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে দামি স্বনালংকর ও জিনিসপত্র চুরি করে। ঘটনার দিন কুমারেন্দ্র সাহা ও আজিজুল রহমানের বাড়িতে কেউ ছিল না।
গত ১৯ ডিসেম্বর রাতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে, সাংবাদিক ও প্রবাসীর বাড়িতে দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে। সঙ্গবদ্ধ চোরেরা কমপ্লেক্সের গ্রীল ও তালা কেটে, সাংবাদিকের বাড়ির গেটের তালা ভেঙ্গে ও প্রবাসীর বাড়িতে জানালার গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।
রাত ৮টার দিকে বাড়িতে না খাকায় দৈনিক ইত্তেফাক পত্রিকার সাঁথিয়া উপজেলা সাংবাদদাতা ও উপজেলার বিষ্ণুবাড়িয়া গ্রামের উজ্জ্বল হোসেনের বাড়ির গেটের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে নগদ টাকা, স্বণালস্কারসহ প্রায় ১ লাখ ৩৫ হাজার ৫শ’ টাকা চুরি করে চোরেরা। অপরদিকে একই রাতে ওই গ্রামের প্রবাসী শাহ আলম ও পাশ্ববর্তী দাউতের বাড়ির জানালার গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে নগদ টাকা ও দামী কাপুড়-চোপড়সহ প্রায় ২০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায় সঙ্গবদ্ধ চোরেরা।
এছাড়াও মঙ্গলবার ২০ ডিসেম্বর ভোর রাতে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পিছনের গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে। এ সময় সঙ্গবদ্ধ চোরেরা ১টি টিভি, ২টি সাউনবক্স, ৪টি আইপিএসের ব্যাটারি, ১টি পানি তোলার মটর, ভেন্টিলেটারের ডাকনাসহ প্রায় ১লাখ ৫০ হাজার টাকার মালামাল চুরি নিয়ে যায়। গত ২৬ অক্টোবর রাতে বিষ্ণুবাড়িয়া গ্রামের ব্যবসায়ী কার্তিক সাহার বাড়িতে গ্রীল কেটে চোরেরা নগদ সাড়ে তিন লক্ষ টাকা ও ৮ ভরী স্বনালংকার চুরি করে নিয়ে যায়। এ সময় কার্তিক সাহা ভারতে ও তার স্ত্রী ঢাকায় অবস্থান করছিল।
প্রতি দিন একাধিক বাড়িতে দূর্ধষ চুরির ঘটনায় আতংকৃত হয়ে পড়েছে এলাকাবাসী। প্রতিটি পরিবার ভয়ে আছে কখন তাদের বাড়িতে চুরি হয়। পরিবারের সদস্যরা প্রতিদিনই ভয় ও আতংকে দিন অতিবাহিত করছে।
এব্যাপারে সাঁথিয়া থানায় পৃথক পৃথক অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার পরে পুলিশ এলাকা পরিদর্শন করলেও তারা চুরি ঠেকাতে ব্যর্থ হচ্ছে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রফিকুল ইসলাম জানান, চুরির ঘটনায় অভিযোগ পেয়েছি। চুরি যাওয়া মালামাল উদ্ধারারে চেষ্টা চলছে।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর