মোঃ আমিরুল ইসলাম,শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ “শিক্ষার আলো জ্বালবো ডিজিটাল বাংলাদেশ গড়ব”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মশিপুর সরিষাকোল ফাজিল ডিগ্রী মাদ্রাসায় প্রথম শ্রেণী হইতে নবম শ্রেণী পর্যন্ত বই বিতরণ উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ জানুয়ারি) সকাল ১০ ঘটিকার সময় মশিপুর সরিষাকোল ফাজিল ডিগ্রী মাদ্রাসার প্রাঙ্গণে বই বিতরণ উৎসব অনুষ্ঠানে উপস্থিত থেকে বই বিতরণ করেন উক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ আলহাজ্ব মওলানা মোঃ ফখরুল ইসলাম সিদ্দিকী, এছাড়া প্রতিষ্ঠানটির প্রভাষক আলহাজ্ব মওলানা মুহাম্মদ আব্দুর রউফ,আলহাজ্ব মোঃ নজরুল ইসলামসহ শিক্ষক শিক্ষিকা কর্মচারী বৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।