Tuesday, ডিসেম্বর ১২, ২০২৩
শিরোনাম
ডলি সায়ন্তনীকে নির্বাচনে চান পাবনার সংস্কৃতিকর্মীরাওনার্স পরিচয় দেন ডাক্তার, দিচ্ছেন সর্ব রোগের চিকিৎসাডলি সায়ন্তনীর প্রার্থীতা ফেরার অপেক্ষায় সুজানগর, আমিনপুরের মানুষঅবহেলা অব্যবস্থাপনায় অকার্যকর পাবনার সেচ উন্নয়ন প্রকল্প, বিপাকে কৃষকসাঁথিয়ায় ভোটার হালনাগাদকারীদের পাওনা দিতে গরিমসি করছেন নির্বাচন অফিসারআটঘরিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটকসাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে মন্দির নির্মাণ করার চেষ্টা ॥ জনমনে অসন্তোষসাঁথিয়ায় চলাচলের রাস্তায় বেড়া,অবরুদ্ধ ১৬ পরিবারআটঘরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনবেড়ায় পাট ক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার

সাঁথিয়ায় বই উৎসবের দিনে বিদ্যালয়ে হামলা শিক্ষকদের মারপিট ও প্রাণনাশের হুমকি, মহিলাসহ আহত ৪

শেয়ার করতে এখানে চাপ দিন

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় ১জানুয়ারি বই বিতরণ উৎসবের দিন উপজেলার বনগ্রাম সমশের আলী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে অফিস চলাকালীন সময়ে অতর্কিত হামলা চালিয়ে শিক্ষকদের মারপিট ও গালিগালাজ করার অভিযোগ পাওয়া গেছে। এসময় হামলাকারিরা শিক্ষার্থীদের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকিসহ অফিসের চেয়ারটেবিল ভাংচুর করে। তারা শিক্ষকদের অবরুদ্ধ করে রাখে।

হামলায় খাদিজা খাতুন(৩০), মুন্নি খাতুন(২৫), আবু আল সাইদ(৩৫) হারুন অর রশিদ নামে চারজন আহত হয়। আহত খাদিজা খাতুন ও মুন্নি খাতুনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দু’জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে আতাইকুলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ওই প্রতিষ্ঠানের পরিচালক হারুন অর রশিদ বাদী হয়ে ৭ নামীয় ও অজ্ঞাত আর ১০-১১জনকে আসামী করে আতাইকুলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, ১লা জানুয়ারী রোববার বই উৎসবের কার্যক্রম চলা অবস্থায় বামনডাঙ্গা গ্রামের আব্দুল জলিল, নিশান আলী, ইসহাক আলী, ইমরুল আলী, পাশর্^বর্তী রসুলপুর গ্রামের আব্দুল লতিফ, জাকির হোসেন, মনজেল হোসেনসহ অজ্ঞাত আরও ১০/১১জন লোক সন্ত্রাসী কায়দায় জোরপূর্বক বিদ্যালয় প্রাঙ্গণে ঢুকে শিক্ষকদের মারপিট ও অকথ্য গালিগালাজ করেন। প্রতিবাদ করলে শিক্ষক, পরিচালক, সাংবাদিকসহ সবাইকে অবরুদ্ধ করে রাখে। আতাইকুৃলা থানা পুলিশ তাদের উদ্ধার করে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে খবর পেয়ে র‌্যাব-১২ ঘটনাস্থল পরিদর্শন করেন।
আতাইকুলা থানার অফিসার ইনচার্জ(ওসি)হাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। ওদের জমির মালিকানা নিয়ে সমস্যা রয়েছে। অভিযোগ অনুসারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর