নাছির হোসাইন: পাবনার বেড়া উপজেলায় তীব্র শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মঙ্গলবার ৩ জানুয়ারি দুপুর একটার দিকে উপজেলার চাকলা ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের ইউনুস মোল্লা (৪০) নামের এক মৎস্যজীবী একটি মৎস্যখামারে মাছ ধরতে গিয়ে ঠাণ্ডায় জমে মারা গেছেন বলে জানা গেছে।
স্বজন ও প্রত্যক্ষদর্শীদেরসূত্রে জানা যায়, ইউনুস মোল্লা হাঁপানির রোগী ছিলেন। সকালে তীব্র শীতের মধ্যে তিনি কয়েকজনের সঙ্গে তাঁর গ্রামের একটি মৎস্যখামারে কাজ করতে যান। তিনি অ্যদের সঙ্গে কখনও কোমড় সমান আবার কখনও সাঁতরে মাছ ধরার জাল ঠিক করছিলেন। এক পর্যায়ে দুপুর একটার দিকে তিনি প্রচণ্ড ঠাণ্ডায় অসুস্থ হয়ে পড়েন। এতে সঙ্গীরা তাঁকে জলা থেকে উঠিয়ে প্রথমে আগুন জ¦ালিয়ে উত্তপ্ত করার চেষ্টা করেন। পরে তাঁর অবস্থার অবনতি হলে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বেড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাতেমাতুজ জান্নাত বলেন, ‘হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তি মারা গিয়েছিলেন। আমরা জেনেছি, তিনি অ্যাজমার রোগী ছিলেন। তীব্র শীতের মধ্যে জলার ঠান্ড পানিতে নেমে কাজ কারণে ঠাণ্ডায় অসুস্থ হয়ে মারা গিয়ে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’
এদিকে তীব্র শীতে উপজেলার চরাঞ্চল ও বন্যানিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নেওয়া মানুষের কষ্ট হচ্ছে সবচেয়ে বেশি। অসহায় এসব শীতার্তের মধ্যে সরকারিভাবে শীতবস্ত্র বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় বেশ কম।
বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহা. সবুর আলী বলেন, ‘আমাদের উপজেলায় প্রতিটি ইউনিয়নের জন্য ৪৮০টি করে কম্বল বরাদ্দ পাওয়া গেছে। সেগুলো জনপ্রতিনিধিদের কাছে বিতরণের জন্য দেওয়া হয়েছে।’