Monday, মে ২০, ২০২৪
শিরোনাম

সাঁথিয়ায় শিশু ছাত্রীকে ধর্ষণ চেষ্টা-লম্পট গ্রেপ্তার

শেয়ার করতে এখানে চাপ দিন

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় এক শিুশু ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সুজন খাঁ(২২) নামের এক যুবককে গতকাল শুক্রবার বিকেলে (২৭ জানুয়ারী) তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে সাঁথিয়া থানা পুলিশ। সে উপজেলার আত্রাইশুকা গ্রামের মৃত হারেজ খাঁর ছেলে।

পারিবারিক ও থানা পুলিশ সূত্রে জানা যায়,গত বুধবার (২৫ জানুয়ারী) বিকেলে রঘুরাম গ্রামের জনৈক ব্যাক্তির মেয়ে(৬)ও পাগলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী বিদ্যালয়ের পাশে পানি নিস্কাশন সেচখালে প্রতিবেশির সাথে খেলা করছিল। এ সময় লম্পট সুজন তাকে বিভিন্ন প্রলোভন ও ফুসলিয়ে বিদ্যালয়ের পূর্ব পাশে বাঁশের সাঁকোর নিচে নিয়ে শারীরিক নির্যাতন ও ধর্ষন চেষ্টা করে।শিশুটি ভয় পেয়ে চিৎকার করলে স্বজনেরা এগিয়ে আসলে লম্পট পালিয়ে যায়। এ ঘটনায় শিশুটির বাবা গতকাল শুক্রবার (২৭ জানুয়ারী) থানায় মামলা করলে ওই দিনই থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে,যার নম্বর-২৬,তারিখ-২৭/০১/২৩ইং। আসামীকে শনিবার(২৮ জানুয়ারী) পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর