Monday, ডিসেম্বর ১১, ২০২৩
শিরোনাম
ডলি সায়ন্তনীকে নির্বাচনে চান পাবনার সংস্কৃতিকর্মীরাওনার্স পরিচয় দেন ডাক্তার, দিচ্ছেন সর্ব রোগের চিকিৎসাডলি সায়ন্তনীর প্রার্থীতা ফেরার অপেক্ষায় সুজানগর, আমিনপুরের মানুষঅবহেলা অব্যবস্থাপনায় অকার্যকর পাবনার সেচ উন্নয়ন প্রকল্প, বিপাকে কৃষকসাঁথিয়ায় ভোটার হালনাগাদকারীদের পাওনা দিতে গরিমসি করছেন নির্বাচন অফিসারআটঘরিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটকসাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে মন্দির নির্মাণ করার চেষ্টা ॥ জনমনে অসন্তোষসাঁথিয়ায় চলাচলের রাস্তায় বেড়া,অবরুদ্ধ ১৬ পরিবারআটঘরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনবেড়ায় পাট ক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার

আটঘরিয়ায় জাতীয় ভিটামিন‘এ’ প্লাস ক্যাম্পইন উপলক্ষে এডভোকেসী ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

শেয়ার করতে এখানে চাপ দিন

পাবনা প্রতিনিধি: ২০ ফেব্রুয়ারী ২০২৩ জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে এডভোকেসী ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আয়োজনে রবিবার(১৯ ফেব্রুয়ারী) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পইন কার্যক্রম নিয়ে সাংবাদিক, ঈমাম, ইউপি সদস্যদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডা: আব্দুল্লাহ আল আজিজ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন এমওডিসি ডা: কামরুজ্জামান, আরএমও ডা: কাওসার হোসেন, পঃ প: কর্মকর্তা মো: গোলাম মোস্তফা, পরিসংখ্যানবিদ মজিবুর রহমান প্রমুখ।

আগামী ২০ ফেব্রুয়ারি  থেকে এই কার্যক্রম শুরু হবে। সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৩ হাজার জন শিশুর ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ২৪ হাজর জন শিশু লক্ষ মাত্রা ধরা হয়েছে। এছাড়া ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সর্বমোট ২৭ হাজার শিশুর লক্ষমাত্রা ধরা হয়েছে।

উপজেলায় মোট ১২১টি টিকাদান কেন্দ্রে ২৪২ জন সেচ্ছাসেবীসহ মোট প্রায় ৩শ জন মাঠকর্মী এই কার্যক্রমের সহযোগিতা করবেন। দিনব্যাপী এই কার্যক্রম সফল করতে প্রচার প্রচারণা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষে গণমাধ্যম কর্মীদের নিকট আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেন।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর