Sunday, ডিসেম্বর ১০, ২০২৩
শিরোনাম
ডলি সায়ন্তনীকে নির্বাচনে চান পাবনার সংস্কৃতিকর্মীরাওনার্স পরিচয় দেন ডাক্তার, দিচ্ছেন সর্ব রোগের চিকিৎসাডলি সায়ন্তনীর প্রার্থীতা ফেরার অপেক্ষায় সুজানগর, আমিনপুরের মানুষঅবহেলা অব্যবস্থাপনায় অকার্যকর পাবনার সেচ উন্নয়ন প্রকল্প, বিপাকে কৃষকসাঁথিয়ায় ভোটার হালনাগাদকারীদের পাওনা দিতে গরিমসি করছেন নির্বাচন অফিসারআটঘরিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটকসাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে মন্দির নির্মাণ করার চেষ্টা ॥ জনমনে অসন্তোষসাঁথিয়ায় চলাচলের রাস্তায় বেড়া,অবরুদ্ধ ১৬ পরিবারআটঘরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনবেড়ায় পাট ক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার

কাশীনাথপুর কলেজের সুবর্ণজয়ন্তীর ম্যাগাজিনে বঙ্গবন্ধুর ছবির পূর্বে জামায়াত নেতার ছবি

শেয়ার করতে এখানে চাপ দিন

আরিফ খাঁনঃ পাবনার সাঁথিয়া উপজেলার কাশীনাথপুর শহীদ নূরুল হোসেন ডিগ্রি কলেজের প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তী উপলক্ষে কলেজ থেকে প্রকাশিত “উচ্ছ্বসিত সূবর্ণ” নামের ম্যাগাজিনের কভার পেজ উল্টালেই দেখা যায় স্থানীয় এক জামায়াত নেতার বড় ছবিসহ তার ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন। এরপরের পৃষ্ঠায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি এবং ৩য় পাতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দিয়ে শ্রদ্ধায় স্মরণ জানানো হয়। বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবির পূর্বে বৃহত্তর কাশিনাথপুর সাংগঠনিক থানা জামায়াতে ইসলামীর আমীর মোস্তাফিজুর রহমান ফিরোজের বড় করে ছবি ছাপা হওয়ায় এলাকার সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
গত ৩ ও ৪ মার্চ দুই দিন ব্যাপী অনুষ্ঠিত সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ নিয়ে স্থানীয়দের ফেসবুকে আলোচনার ঝড় উঠেছে।

এবিষয়ে গভর্ণিং বডির সদস্য মুজিবুর রহমান জানান, আমি আওয়ামীলীগ পরিবারের সন্তান। আওয়ামীলীগের অপমান আমি সইতে পারি না। টাকার বিনিময়ে জামায়াত নেতার ছবি কলেজের অধ্যক্ষ তরিত কুমার কুন্ডু স্যারের একক সিদ্ধান্তে ম্যাগাজিনের দ্বিতীয় পাতায় বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার ছবির আগে দিয়েছেন। এর দায়ভার তাকেই বহন করতে হবে।

এ বিষয়ে একাধিক শিক্ষকের সাথে কথা হলে তারা বলেন, এই ম্যাগাজিন প্রকাশের প্রধান দায়িত্ব পালন করেন মাহবুব হোসেন নামের একজন সহকারী অধ্যাপক। আরও ৫-৬ জন শিক্ষক এই ম্যাগাজিন প্রকাশের দায়িত্বে নিয়োজিত ছিলেন, ম্যাগাজিনটি প্রকাশের পূর্বে এ বিষয়ে আমার কোন ধারণা ছিলো না।

তবে অভিযোগকারী সকলেরই দাবী কলেজের প্রধান দায়িত্বে নিয়জিত থেকে তিনি কখনও নিজের দায় এড়াতে পারেন না।
এ বিষয়ে কলেজের গ্রন্থাগার বিজ্ঞানের সিনিয়র শিক্ষক এমএম শাহাবুদ্দিন টুটুল অভিযোগে জানান, এতবড় ভুল মেনে নেওয়া যায়না ম্যাগাজিনে কিভাবে আগে বিজ্ঞাপনের ছবি আসে? বিজ্ঞাপনের অধ্যায়ে জাতির জনক বঙ্গবন্ধুর ছবি এবং মাননীয় প্রধানমন্ত্রীর ছবি দেয়া হয়েছে। তাহলে বঙ্গবন্ধুর ছবি কি বিজ্ঞাপন আকারে পরে? এটা অত্যন্ত দুঃখজনক। আমার মনে হয়। ম্যাগাজিনটি প্রকাশের সাথে যারা জড়িত সবাইকে আইনের আওতায় আনা হোক। বিষয়টি নিয়ে পাবনা-১ আসনের সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার এ্যাড. শামসুল হক টুকু সাহেবকে আমরা জানিয়েছি।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তরিত কুমার কুন্ডু জানান, এটা আমাদের অনিচ্ছাকৃতভাবে ভুল হয়ে গেছে।
কলেজ গভর্নিং বডির সভাপতি ও সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ হোসেন জানান, এবিষয়ে আমি কিছুই জানি না। আমি দেখেছি পরে। ম্যাগাজিন ছাপানোর আগে কলেজ কর্তৃপক্ষ আমার সঙ্গে ম্যাগাজিনের বিষয়ে কোন যোগাযোগ করেনি। এবিষয়ে আমি খুবই মর্মাহত। কোন অবস্থাতেই কলেজ কর্তৃপক্ষের কাছে এটা আসা করিনি।
পাবনা-১ আসনের সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার এ্যাড. শামসুল হক টুকুর সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি আমিও দেখেছি এটা অত্যান্ত দুঃখজনক ঘটনা। এঘটনার জন্য অবশ্যই কলেজ কর্তৃপক্ষকে জবাব দিতে হবে।

 

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর