Monday, মে ২০, ২০২৪
শিরোনাম

সাঁথিয়ায় পৌর বিএনপি’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

শেয়ার করতে এখানে চাপ দিন

খালেকুজ্জামান পান্নু: পাবনার সাঁথিয়ায় পৌর বিএনপি’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সাঁথিয়া পিপিুলিয়া পৌর বিএনপি’র সদস্য সচিবের বাড়ির সামনে আয়োজিত অনুষ্ঠানে পৌর বিএপি’র আহবায়ক সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা জেলা বিএনপি’র সদস্য সচিব খন্দকার মাকসুদুর রহমান মাসুদ। বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক আনিসুল হক বাবু, সদর উপজেলা বিএনপি নেতা এম এ হাসেম, সাবেক সচিব সিদ্দিকুল ইসলাম, জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সাজ্জাত হোসেন স্বপন. জেলা যুবদল সদস্য সচিব মনির আহমেদ, সাঁথিয়া উপজেলা বিএনপি নেতা রইজ উদ্দিন, আব্দুর রউফ, পৌর বিএনপি’র সিনি: যুগ্ন আহবায়ক এড. মনোয়ার জাহিদ, যুগ্ন আহবায়ক আবুল কালাম আজাদ, এড. শামসুজ্জামান নান্নু, আহবায়ক কমিটির সদস্য আব্দুল ওহাব মানিক, পৌর যুবদল আহবায়ক এসএম মাসুদুর রহমান মাসুদ, যুব নেতা আশিক ইকবাল রাসেল, কৃষক দলের আহবায়ক নরুল আমিন নান্নু, সদস্য সচিব তোফাজ্জাল হোসেন প্রমুখ। এ ছাড়াও অনুষ্ঠানে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল,সেচ্ছাসেবক দলসহ সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, বিএনপি’র সিনি: ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ মতে আগামী ঈদের পরে যে যে কর্মর্সূচী দিবে সেই কর্মসূচী ঐক্যবদ্ধভাবে পালন করার আহবান জানান। শেষে বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রোগমুক্তি ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদ্বেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর