Friday, ডিসেম্বর ৮, ২০২৩
শিরোনাম
ডলি সায়ন্তনীর প্রার্থীতা ফেরার অপেক্ষায় সুজানগর, আমিনপুরের মানুষঅবহেলা অব্যবস্থাপনায় অকার্যকর পাবনার সেচ উন্নয়ন প্রকল্প, বিপাকে কৃষকসাঁথিয়ায় ভোটার হালনাগাদকারীদের পাওনা দিতে গরিমসি করছেন নির্বাচন অফিসারআটঘরিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটকসাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে মন্দির নির্মাণ করার চেষ্টা ॥ জনমনে অসন্তোষসাঁথিয়ায় চলাচলের রাস্তায় বেড়া,অবরুদ্ধ ১৬ পরিবারআটঘরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনবেড়ায় পাট ক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধারবেড়ায় বালুবাহী ড্রাম ট্রাক চাপায় ঠিকাদার নিহতমহাসড়কের দুপাশের গাছ চালক-যাত্রীদের আতঙ্ক

করোনার বিস্তাররোধে আমিনপুরের হাট-বাজার পৃথক করা জরুরী

শেয়ার করতে এখানে চাপ দিন

সোবহান শিকদার : করোনা ভাইরাসের বিস্তাররোধে আমিনপুর থানার বিভিন্ন হাট-বাজারকে আলাদা করে বসানোর এখন উপযুক্ত সময়। আমিনপুর থানার শ্যামগঞ্জ, বাধেঁরহাট, কাজিরহাট বাজার, আমিনপুর বাজার, খলিলপুর বাজারসহ অনেক হাট-বাজার রয়েছে। আমিনপুর থানার বেশিরভাগ বাজারগুলি সপ্তাহজুড়ে বসে। আর হাটগুলি সপ্তাহে দু-তিন করে বসে। হাট-বাজারে আসা ৭৫%মানুষ এখনো করোনা ভাইরাস নিয়ে সচেতন না। করোনা বিস্তার রোধে এখন সময় এসেছে হাট-বাজারগুলি আলাদা আলাদা করে বসানোর। যেমন- এক জায়গা মাছ বাজার বসিয়ে নির্দিষ্ট সীমা রেখে দিতে হবে। যেন ক্রেতা-বিক্রেতার মাঝে কয়েক ফিট ব্যবধান থাকে। এমন কি একজন ক্রেতা থেকে অন্য ক্রেতা একটা নির্দিষ্ট ব্যবধানে দাঁড়িয়ে তার প্রয়োজনীয় বাজার করতে পারেন। এভাবে মাঝ বাজার থেকে কয়েক গজ দূরে অন্য বাজার বসানো যেতে পারে। এভাবে যদি সবজি বাজার , কাঁচাবাজারসহ অন্যান্য বাজার বসানো যায়। তবে করোনা ভাইরাস থেকে হাজার হাজার মানুষকে রক্ষা করা সম্ভব। করোনামুক্ত রাখার জন্য এমন উদ্যোগে এখন সময়ের দাবী। যেহেতু আমিনপুর থানায় এখন পিয়াজসহ অন্যান্য মৌসুমি ফসলের সময়। আর এই থানার লোকজন বেশিরভাগ কৃষি ফসলের উপর নির্ভরশীল। সে জন্য হাট বাজার বন্ধ করা কোনভাবেই সম্ভব নয়। কেননা কৃষক তার উৎপাদিত সোনালী ফসল বিক্রয় করে সংসার চালায়। আর এই কৃষি পণ্যের উপর নির্ভর করেই সকল হাট বাজার বসে। মানুষের দৈনন্দিন চাহিদার কথা চিন্তা করে হাট-বাজার বন্ধ করাও সম্ভব নয়। আমিনপুর থানাধীন প্রতিটি ইউপি চেয়ারম্যান উদ্যোগ গ্রহণ করলে একদিনেই বাস্তবায়ন সম্ভব বলে মনে করছেন স্থানীয়রা।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর