Friday, ডিসেম্বর ৮, ২০২৩
শিরোনাম
ডলি সায়ন্তনীর প্রার্থীতা ফেরার অপেক্ষায় সুজানগর, আমিনপুরের মানুষঅবহেলা অব্যবস্থাপনায় অকার্যকর পাবনার সেচ উন্নয়ন প্রকল্প, বিপাকে কৃষকসাঁথিয়ায় ভোটার হালনাগাদকারীদের পাওনা দিতে গরিমসি করছেন নির্বাচন অফিসারআটঘরিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটকসাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে মন্দির নির্মাণ করার চেষ্টা ॥ জনমনে অসন্তোষসাঁথিয়ায় চলাচলের রাস্তায় বেড়া,অবরুদ্ধ ১৬ পরিবারআটঘরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনবেড়ায় পাট ক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধারবেড়ায় বালুবাহী ড্রাম ট্রাক চাপায় ঠিকাদার নিহতমহাসড়কের দুপাশের গাছ চালক-যাত্রীদের আতঙ্ক

বেড়ায় জুস কারখানায় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমানে ১ লক্ষ টাকা জরিমানা

শেয়ার করতে এখানে চাপ দিন

আরিফ খান,স্টাফ রিপোটারঃ পাবনার বেড়ায় বাংলাদেশ স্ট্যান্ডর্স এন্ড ট্রেডিং করপোরেশন ( বিএসটিআই) ও বেড়া উপজেলা প্রশাসন যৌথ অভিযান চালিয়ে একটি শিশুখাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ভ্রাম্যমানে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করেছে। সোমবার(২০ জুন) দুপুরে অভিযানের নেতৃত্ব দেন   উপজেলা নির্বাহী অফিসার মোহা. সবুর আলী ও সহকারী কমিশনার ভূমি রিজু তামান্না। কারখানাটিতে নিজেদের অনুমোদনের অন্তরালে বিভিন্ন কোম্পানির নাম ব্যবহার করে শিশুখাদ্য উৎপাদন করে বাজারজাত করার অভিযোগ আনা হয়। ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়,বেড়া বনগ্রাম উত্তর মহল্লার ধীরেন্দ্র নাথ হালদারের বাড়িতে একটি কারখানা স্থাপন করে সেমাই, জুস,চানাচুর,চিপসসহ বিভিন্ন প্রকার শিশুখাদ্য উৎপাদন করে বিক্রি করে আসছিলো। এমন অভিযোগের সুত্রধরে সোমবার দুপুরে বিএসটিআই ও বেড়া থানা পুলিশ কারখানাটি ঘিরে ফেলে।পরে ভ্রাম্য আদালতের কারখানার বিভিন্ন পণ্যের মোড়কে আলাদা আলাদা লগো দেখতে পান।

এ সময় উৎপাদিত পণ্যের বৈধ অনুমোদন দেখতে চাইলে কারখানা টির উদ্যোক্তা দ্বিজেন্দ্র নাথ হালদার তার কারখানার অনুমোদন পত্র দেখাতে পারলেও আলাদা আলাদা লগো ব্যবহারের কারণে নকল পণ্য উৎপাদনের অভিযোগে অভিযুক্ত হন।এসময় দণ্ডবিধির ১(১৫)ধারা অনুযায়ী নির্বাহী ম্যাজিট্রেট ১ লক্ষ টাকা জরিমানা করেন কারখানার পরিচালকে। পরে ও জনসন্মুখে অনুমোদনহীন খাদ্যগুলো ধ্বংস করা হয়। বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সবুর আলী বলেন জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর