Monday, ডিসেম্বর ১১, ২০২৩
শিরোনাম
ডলি সায়ন্তনীকে নির্বাচনে চান পাবনার সংস্কৃতিকর্মীরাওনার্স পরিচয় দেন ডাক্তার, দিচ্ছেন সর্ব রোগের চিকিৎসাডলি সায়ন্তনীর প্রার্থীতা ফেরার অপেক্ষায় সুজানগর, আমিনপুরের মানুষঅবহেলা অব্যবস্থাপনায় অকার্যকর পাবনার সেচ উন্নয়ন প্রকল্প, বিপাকে কৃষকসাঁথিয়ায় ভোটার হালনাগাদকারীদের পাওনা দিতে গরিমসি করছেন নির্বাচন অফিসারআটঘরিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটকসাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে মন্দির নির্মাণ করার চেষ্টা ॥ জনমনে অসন্তোষসাঁথিয়ায় চলাচলের রাস্তায় বেড়া,অবরুদ্ধ ১৬ পরিবারআটঘরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনবেড়ায় পাট ক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার

বেড়ায় ৪৫ টি জেলে পরিবারের মধ্যে বিকল্প কর্মসংস্থানের আওতায় উপকরণ বিতরণ

শেয়ার করতে এখানে চাপ দিন

বেড়া প্রতিনিধিঃ পাবনা বেড়া উপজেলায় রাজশাহী বিভাগীয় মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় দেশিও প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় দরিদ্র জেলেদের মধ্যে বিকল্প কর্মসংস্থানের উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার(২১ জুলাই)দুপুরে বেড়া উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলার ৪৫ টি হত দরিদ্র জেলে পরিবারের মাঝে পর্যায়ক্রমে ৪টি করে মোট ১৮০টি ছাগল বিতরণ করা হবে বলে জানা গেছে।

মৎস অফিস সূত্রে জানা গেছে, গত ১৪ জুলাই উপজেলা নির্বাহী অফিসারে সভাপতিত্বে উপজেলা মৎস কর্মকর্তা এস এম জাহাঙ্গীর আলম এর বাস্তবায়নে আনুষ্ঠানিকভাবে জেলেদের মাঝে উপকরণ বিতরণ কার্যক্রম উদ্ভোধন হয়। ঐদিন প্রতিটি জেলে পরিবারকে ৪টি করে মোট ৪৮টি ছাগল বিতরণ করা হয়। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিজু তামান্না। উপজেলা চেয়ারম্যান রেজাউল হক বাবু। হাটুরিয়া-নাকালিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সরকার। সূধীজন, সুফলভোগি বৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার ৬৪টি ছাগল বিতরন করা হয়। সেই সাথে ছাগলের খাবার, প্রতিষেধক টিকা এবং ওষুধ বিতরণ করা হয়েছে।

উপজেলা মৎস কর্মকর্তা এস এম জাহানঙ্গীর আলম বলেন, বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে জেলে পরিবারের মাঝে সফলতা অর্জনে সহায়ক হবে বলে আমার বিশ্বাস।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর