Tuesday, মে ২১, ২০২৪

বেড়া ও সাঁথিয়ায় আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

শেয়ার করতে এখানে চাপ দিন

আরিফ খানঃ পাবনার বেড়া ও করমজা ইউনিয়ন আওমীলীগের যৌথ আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠিা বার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২৩ জুলাই) সিএন্ডবি গোলচত্তরে বিকেলে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় করমজা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওমীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী বাগচীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৮, পাবনা-১ আসনের মাননীয় সংসদ সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, আলহাজ্ব এ্যাড. শামসুল হক টুকু এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা আ.লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলহাজ¦ আল মাহমুদ সরকার, বেড়া উপজেলা আওমীলীগের সভাপতি ও বেড়া পৌর মেয়র এ্যাড. আসিফ শামস্ রঞ্জন, বেড়া উপজেলা আওমীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক আবু সাঈদ।


প্রধানবক্তা ছিলেন, সাঁথিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এসএম আলমগীর হোসেন।
বিশেষ বক্তা ছিলেন বেড়া পৌর আওয়ামীলীগ আলহাজ¦ আব্দুল মান্নান মানু, আরও উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা আওমীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার,বেড়া উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সরকার,নতুন ভারেঙ্গা ইউপি চেয়ারম্যান আবু দাউদ, এছাড়াও বেড়া ও সাঁথিয়া উপজেলা আওমীলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ দিবসটি উপলক্ষে সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে কর্মসূচির মধ্যে ছিল সকালে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, র‌্যলি ও কেককাটা হয়। সাঁথিয়া জেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক তপন হায়দার সানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৮ পাবনা ১ আসনের মাননীয় সংসদ সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ্যাঃ. শামসুল হক টুকু এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া পৌর মেয়র এ্যাঃ আসিফ শামস রঞ্জন। সাঁথিয়া পৌরসভার মেয়র মাহবুবুল আলম বাচ্চু। আরো উপস্থিত ছিলেন সাঁথিয়া পৌরসভার সাবেক সফল মেয়র মিরাজুল ইসলাম প্রামাণিক, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি রবিউল করিম হিরু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা সুলতানা শিলাসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাএলীগের নেতাকর্মী বৃন্দ।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর