পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বেড়া উপজেলাসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আমিনপুর থানা আওয়ামীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক রেজাউল হক বাবু। তিনি জানান, বিগত বছর গুলোতে মহামারি করোনা ভাইরাসের মধ্যে আমরা স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপন করেছিলাম। বর্তমানে করোনা ভাইরাস থেকে অনেকটা মুক্ত আছি। তবে সরকারের বিধি নিষেধ মেনে বাধ্যতামূলক মাস্ক পরে আমরা সবাই ঈদ উদযাপন করব। উপজেলা চেয়ারম্যান আরো জানান, ঈদ মানে আনন্দ আর সেই আনন্দ আমরা সকলের সাথে ভাগাভাগি করবো। সকল ভেদাভেদ ভুলে সকলের মানুষের সাথে বিনয়ী আচরনের ন্যায় ঈদের শুভেচ্ছা বিনিময় করবো। পরিশেষে বেড়াসহ দেশবাসীকে “ঈদ মোবারক” বলে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানান তিনি।