বেড়া প্রতিনিধিঃ যাত্রী বেশে অভিযান চালিয়ে পাবলিক পরিবহনকে জরিমানা করলেন পাবনা বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিজু তামান্না।
বৃহস্পতিবার (৭ জুলাই) সন্ধ্যায় বেড়া উপজেলার কাজিরহাট-পাবনা রোডে এ অভিযান পরিচালনা করেন তিনি।
আদালত সূত্রে জানা যায়, কোরবানি ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষদের নিকট হতে পাবনা-কাজিরহাট সড়কের নির্ধারিত ভাড়ার চেয়ে দ্বিগুন ভাড়া আদায় করা হচ্ছে। কোন এক যাত্রীর মুঠোফোনের এমন একটি অভিযোগ পেয়ে তাৎক্ষণিক ভাবে তিনি সাধারণ বেশে অভিযান পরিচালনা করেন। আমিনপুর থানার একদল পুলিশ নিয়ে তিনি যাত্রী বেসে পাবলিক বাসে উঠেন । এসময় প্রতিটি যাত্রীর নিকট থেকে দ্বিগুন ভাড়া আদায় হচ্ছে এমন ঘটনা দেখতে পান। তিনি বাস কন্ট্রাকটর অতিরিক্ত ভাড়া আদায়ের কারণ জানতে চাইলে বাস কন্টাক্টরতার সদুত্তর দিতে ব্যর্থ হন। পরে সড়কে বিশৃঙ্খলা ও সরকার নির্ধারিত অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে অভিযুক্ত করে ভ্রাম্যমান আদালত গঠন করে বাস চালক মিন্টুকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় সিএনজি চালকদের যাত্রীদের নিকট থেকে অতিরিক্ত ভাড়া না নিয়ে নির্ধারিত ভাড়া নেয়ার নির্দেশ দেন।
বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিজু তামান্না জানান, পবিত্র ইদুল আযহায় ঘরমুখো মানুষকে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ ভাবে পৌঁছতে তিনি এ অভিযান অব্যাহত রাখবেন।