Sunday, ডিসেম্বর ১০, ২০২৩
শিরোনাম
ডলি সায়ন্তনীকে নির্বাচনে চান পাবনার সংস্কৃতিকর্মীরাওনার্স পরিচয় দেন ডাক্তার, দিচ্ছেন সর্ব রোগের চিকিৎসাডলি সায়ন্তনীর প্রার্থীতা ফেরার অপেক্ষায় সুজানগর, আমিনপুরের মানুষঅবহেলা অব্যবস্থাপনায় অকার্যকর পাবনার সেচ উন্নয়ন প্রকল্প, বিপাকে কৃষকসাঁথিয়ায় ভোটার হালনাগাদকারীদের পাওনা দিতে গরিমসি করছেন নির্বাচন অফিসারআটঘরিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটকসাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে মন্দির নির্মাণ করার চেষ্টা ॥ জনমনে অসন্তোষসাঁথিয়ায় চলাচলের রাস্তায় বেড়া,অবরুদ্ধ ১৬ পরিবারআটঘরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনবেড়ায় পাট ক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার

বাসে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ,যাত্রী সেজে বেড়ার এসিল্যান্ডের জরিমানা

শেয়ার করতে এখানে চাপ দিন

বেড়া প্রতিনিধিঃ যাত্রী বেশে অভিযান চালিয়ে পাবলিক পরিবহনকে জরিমানা করলেন পাবনা বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিজু তামান্না।
বৃহস্পতিবার (৭ জুলাই) সন্ধ্যায় বেড়া উপজেলার কাজিরহাট-পাবনা রোডে এ অভিযান পরিচালনা করেন তিনি।


আদালত সূত্রে জানা যায়, কোরবানি ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষদের নিকট হতে পাবনা-কাজিরহাট সড়কের নির্ধারিত ভাড়ার চেয়ে দ্বিগুন ভাড়া আদায় করা হচ্ছে। কোন এক যাত্রীর মুঠোফোনের এমন একটি অভিযোগ পেয়ে তাৎক্ষণিক ভাবে তিনি সাধারণ বেশে অভিযান পরিচালনা করেন। আমিনপুর থানার একদল পুলিশ নিয়ে তিনি যাত্রী বেসে পাবলিক বাসে উঠেন । এসময় প্রতিটি যাত্রীর নিকট থেকে দ্বিগুন ভাড়া আদায় হচ্ছে এমন ঘটনা দেখতে পান। তিনি বাস কন্ট্রাকটর অতিরিক্ত ভাড়া আদায়ের কারণ জানতে চাইলে বাস কন্টাক্টরতার সদুত্তর দিতে ব্যর্থ হন। পরে সড়কে বিশৃঙ্খলা ও সরকার নির্ধারিত অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে অভিযুক্ত করে ভ্রাম্যমান আদালত গঠন করে বাস চালক মিন্টুকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় সিএনজি চালকদের যাত্রীদের নিকট থেকে অতিরিক্ত ভাড়া না নিয়ে নির্ধারিত ভাড়া নেয়ার নির্দেশ দেন।
বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিজু তামান্না জানান, পবিত্র ইদুল আযহায় ঘরমুখো মানুষকে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ ভাবে পৌঁছতে তিনি এ অভিযান অব্যাহত রাখবেন।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর