আরিফ খানঃ পাবনা বেড়া উপজেলার কাজিরহাট- আরিচা নৌরুটে ঈদের ছুটির পর থেকে কর্মক্ষেত্র ঢাকামুখী যাত্রীদের উপছেপড়া ভিড়। এই সুযোগ কাজে লাগিয়ে অসাধু স্পিডবোট ও লঞ্চ মালিকেরা অতিরিক্ত যাত্রী বহন করছেন এমন অভিযোগে পেয়ে ভ্রাম্যমান আদালতে নগদ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
শনিবার (১৬ জুলাই) বিকেলে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিজু তামান্না।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, বেড়া উপজেলার নির্বাহী অফিসার মোহা. সবুর আলীর নির্দেশনায় আমিনপুর থানার অফিসার ইনচার্জ রওশন আলী এর সার্বিক সহযোগিতায় স্পিডবোট ও লঞ্চে অতিরিক্ত যাত্রী পরিবহনের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে স্পিডবোট মালিক, স্পিড বোট চালক মোঃ স্বাধীন, লঞ্চমালিক ও লঞ্চ চালক মোঃ নূর ইসলাম কে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। উল্লেখ্য যে স্পিডবোট টি তে ১২ জন যাত্রী পরিবহনের কথা থাকলেও তারা ১২ জন এর স্থলে ২০ জন যাত্রী পরিবহন করছিল এবং লঞ্চে ১৪০ জন পরিবহনের কথা থাকলেও তারা ১৪০ জনের পরিবর্তে ৩৫০ থেকে ৪০০ জন যাত্রী পরিবহন করছিল যা নিয়ম বহির্ভূত, সাধারণ মানুষের যান মালের জন্য হুমকিস্বরুপ, দায়িত্বে অবহেলার এবং শাস্তি যোগ্য অপরাধ।
বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিজু তামান্না পাবনা নিউজ কে জানান, যেকোনো অপরাধের বিরুদ্ধে প্রশাসন সবসময় তৎপর।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।