নাছির হোসাইনঃ পাবনা বেড়া উপজেলায় ভেজাল দুধ তৈরির অপরাধে সঞ্জয় ঘোষ (৪০) নামক এক ব্যাক্তিকে দেড় বছরের কারাদন্ড সহ এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
বুধবার (১০ আগষ্ট) বিকেলে উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের পেঁচাকোলা গ্রামের সঞ্জয় ঘোষের বাড়িতে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিজু তামান্না।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, সঞ্জয় ঘোষ তার নিজ বাড়িতে দীর্ঘদিন ধরে রাসায়নিক ক্রীম,সয়াবিন তেল আর গুড়া সাবান মিশিয়ে মেশিনে দুধ তৈরি করে বাজারজাত করতেন।
যা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভেজাল দুধ তৈরির বিভিন্ন আলামত পাওয়া যায়। এসময় জনসম্মুখে জব্দকৃত ভেজাল দুধ নষ্ট করা হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিজু তামান্না জানান, যে কোন অপরাধে উপজেলা প্রশাসন সবসময় তৎপর। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধ মূলক সকল প্রকার তথ্য দিয়ে উপজেলা প্রশাসনকে সহায়তা করার অনুরোধ করেন। তিনি আরও জানান তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।