আরিফ খান, পাবনা বেড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট কার্ড ও সনদ পত্র বিতরণ করা হয়েছে। সোমবার সকাল দশটার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে স্মার্ট কার্ড ও সনদ পত্র বিতরণ করা হয়। স্মার্ট কার্ড ও সনদ পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাডঃ শামসুল হক টুকু এম.পি। অনুষ্ঠানে বেড়া উপজেলা নির্বাহী অফিসার মোহা. সবুর আলী’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল হক বাবু। আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মেজবাহ-উল হক,মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ শায়লা শারমিন ইতি, বেড়া মডেল থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ। অনুষ্ঠানে উপজেলার ১৮৪ জন জীবিত বীর মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট কার্ড ও সনদ পত্র বিতরণ করা হয়। উপজেলায় বীর মুক্তিযোদ্ধা ছিলেন মোট ৩১৭ জন ও মারা গেছেন ১৩৩ জন বীর মুক্তিযোদ্ধা। মৃত্য মুক্তিযোদ্ধাদের পরিবারের মাঝে মঙ্গলবার স্মার্ট কার্ড ও সনদ পত্র বিতরণ করা হবে বলে ভারপাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার ইসাক আলী জানান।